আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত হবে সিরিজটি। এই দলে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন কোয়েন্টিন স্যাম্পসন।
নিয়মিত অধিনায়ক শাই হোপ এসএ২০ লিগে ব্যস্ত থাকায় এই সিরিজে খেলছেন না। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন কিং। একই কারণে রস্টন চেজ, আকিল হোসেইন ও শারফেন রাদারফোর্ডও সিরিজে নেই।
২৫ বছর বয়সী গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ব্যাটার স্যাম্পসন ছিলেন সিপিএল ২০২৫-এর অন্যতম আবিষ্কার। নয় ম্যাচে ২৪১ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১৫১.৫৭।
চোট কাটিয়ে দলে ফিরেছেন শামার জোসেফ ও এভিন লুইস। আগের সিরিজগুলোতে পাওয়া ইনজুরি থেকে সেরে উঠে খেলতে ছাড়পত্র পেয়েছেন তারা।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে লোয়ার ব্যাক ইনজুরির কারণে না খেলা আলজারি জোসেফের পুনর্বাসন প্রক্রিয়ায় অগ্রগতি হলেও তাকে এই দলে রাখা হয়নি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, চিকিৎসকদের মূল্যায়নের পর সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবেই তাকে বিশ্রামে রাখা হয়েছে। সম্ভাব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তির আগে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।
কাজের চাপ সামলানোর অংশ হিসেবে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোভম্যান পাওয়েলকে। একই সঙ্গে জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডও দলে নেই।
প্রধান কোচ ড্যারেন স্যামি বলেন, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দলটি ১৪ জানুয়ারি ক্যারিবীয় অঞ্চল ছাড়বে এবং দুই দিন পর সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবে।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল: ব্র্যান্ডন কিং (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জ্যাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, খারি পিয়ের, কোয়েন্টিন স্যাম্পসন, জেইডেন সিলস, র্যামন সিমন্স, শামার স্প্রিংগার।







