শুটিং সেটে জ্ঞান হারালেন পাকিস্তানি অভিনেত্রী

পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার। চলতি মাসে একটি শুটিং চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার এনজিওগ্রাফি করা হয় এবং কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। অসুস্থতার দেড় সপ্তাহের বিরতি শেষে আবারও শুটিং সেটে ফিরেছেন।

ডেইলি টাইমের প্রতিবেদনে জানা যায় ইনস্টাগ্রামে এক পোস্টে সাবা জানান,ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও মানসিক চাপের কারণেই তার স্বাস্থ্যগত জটিলতা তৈরি হয়েছিল। তিনি ভক্তদের উদ্দেশে বলেন, মনখারাপ বা দুঃখকে কখনোই চেপে রাখবেন না। এগুলো প্রকাশ করলে মানসিক ভার লাঘব হয়, আর না করলে শরীর ও মনের ওপর ভয়াবহ প্রভাব ফেলে।

ভক্তদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সাবা লেখেন, আমি পুরোপুরি সুস্থ নই, তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। দর্শকদের ভালোবাসাই আমাকে আবারও কাজে ফিরতে সাহস দিয়েছে। তিনি আরও জানান, নতুন একটি প্রজেক্টে কাজ শুরু করতে যাচ্ছেন এবং প্রতিবারের মতো এবারও সেরা পারফরম্যান্স দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

যদিও নতুন কাজ সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেননি সাবা, তবে তার প্রত্যাবর্তনে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। অসাধারণ অভিনয় দক্ষতা ও সাহসী চরিত্রচিত্রণের জন্য প্রশংসিত এই তারকা নিজের দৃঢ়তা ও পেশাদারিত্ব দিয়ে আবারও দর্শকদের মন জয় করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

  • Related Posts

    সমঝোতার পথে ট্রাম্প-শি, নভেম্বরে মুখোমুখি বৈঠক

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে এক ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। ফোনালাপে দুই দেশের বাণিজ্যের পাশাপাশি টিকটক প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। আজ শুক্রবার টেলিফোনে দুই নেতার আলাপ…

    পাকিস্তান-সৌদির ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, রিয়াদকে যে বার্তা দিল ভারত

    পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হয়েছে। যা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিয়ে সরকারের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *