নিখুঁত প্রতিশোধের নীলনকশা আঁকছেন জয়া!

দুই বাংলার দাপুটে অভিনেত্রী জয়া আহসান। তার কাজ মানেই নতুনত্বের ছোঁয়া। এবার কলকাতার সিনেমা ‘ওসিডি’ নিয়ে এক ভিন্ন রূপে হাজির হলেন তিনি। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘ওসিডি’র ট্রেলার।

সিনেমার ট্রেলার ফেসবুকে শেয়ার করে জয়া লিখেছেন, ‘পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের ব্লুপ্রিন্ট।’

মাত্র ১ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলারে দর্শকদের চমকে দিয়েছেন জয়া। পুরো ট্রেলারজুড়ে ছিল তার রহস্যময়, রূদ্র ব্যক্তিত্ব।

‘ওসিডি’ বা অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার এমন একটি মানসিক সমস্যা যা আক্রান্ত ব্যক্তির জীবনকে ধীরে ধীরে গ্রাস করে নেয়। পরিচালক সৌকর্য ঘোষাল এই জটিল মানসিক অবস্থাকেই যুক্ত করেছেন শৈশবের ভয়ংকর ট্রমা ও অপরাধপ্রবণতার সঙ্গে।

ট্রেলারে উঠে আসে একটি নির্মম সত্য শৈশবের কোনো দুঃসহ অভিজ্ঞতা সারা জীবন কীভাবে একজন মানুষের মনোজগতে গভীর ক্ষত তৈরি করে। সেই ক্ষত থেকেই জন্ম নিতে পারে ভয়ানক অপরাধপ্রবণ মানসিকতা। জয়া আহসান অভিনীত চরিত্রের মাধ্যমে সেই বাস্তবতাই ফুটিয়ে তুলেছেন নির্মাতারা।

সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে শ্বেতা নামের এক চিকিৎসকের ভূমিকায়। বাহ্যিকভাবে পরিপাটি ও সংযত এই নারীর জীবনের গভীরে লুকিয়ে রয়েছে এক অন্ধকার অতীত। শৈশবের সেই স্মৃতির কালো মেঘ তাকে তাড়া করে ফেরে প্রতিনিয়ত। পরিস্থিতি নাটকীয় মোড় নেয় যখন এক রোগী আচমকাই শ্বেতার সেই গোপন অতীত সম্পর্কে জেনে যায়।

এই সিনেমার মাধ্যমেই ছোট পর্দার জনপ্রিয় মুখ ‘ভূতু’খ্যাত আর্শিয়া মুখোপাধ্যায় বড় পর্দায় অভিষেক করতে চলেছেন। সিনেমাতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু, কলকাতার কৌশিক সেন, অনসূয়া মজুমদার ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে সাইকোলজিক্যাল থ্রিলার ‘ওসিডি’।

  • Related Posts

    ২৭ বছর পর…

    এত ছোট জনম নিয়া জগতে আসিয়া’ গানটি শোনেননি এমন মানুষ মেলা ভার। প্রায় ২৭ বছর আগে মুক্তিপ্রাপ্ত শাহ আলম কিরণ পরিচালিত ‘আসামি বধূ’ সিনেমার গান এটি। মিল্টন খন্দকারের কথায় এর…

    নকলের অভিযোগ, মুখ খুললেন নির্মাতা বিনোদন ডেস্ক

    গেল বছরের শেষ দিকে একসঙ্গে দুই সিনেমার খবর জানান চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন বছরের শুরুতেই অপুর ‘দুর্বার’ সিনেমার পোস্টার প্রকাশ হয়। তবে এটি প্রকাশের পর নেটিজেনরা তাতে টালিউডের ‘পরিণীতা’ সিনেমার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *