অপুর ভক্তদের জন্য সুখবর বিনোদন ডেস্ক

বিরতি কাটিয়ে গেল বছরের শেষ দিকে সিনেমার শুটিংয়ে ফিরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার তিনি যুক্ত হলেন ওয়েব কনটেন্টে। সম্প্রতি এই অভিনেত্রী নাম লিখালেন কামরুজ্জামান রোমানের ‘শিকার’ নামের ওয়েব ফিল্মে। এর আগেও ‘ছায়াবাজি’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন অপু। সৈয়দ শাকিলের পরিচালনায় সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালে।

পরিচালক কামরুজ্জামান রোমান জানান, সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে তৈরি হবে থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্ম। এতে অপু বিশ্বাসকে দেখা যাবে গ্ল্যামারাস একটি চরিত্রে।

পরিচালক বলেন, ‘গল্পই এই সিনেমার মূল আকর্ষণ। ইতিমধ্যে কলাকুশলীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। আশা করছি দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।’

জানা গেছে, এই ওয়েব ফিল্মে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে অভিনেতা পলাশকে। সব কিছু ঠিক থাকলে আগামী মার্চে নেপালে শুরু হবে শুটিং।

পরিচালক জানান, পুরো টিম নিয়ে আগামী ৮ মার্চ নেপালের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

‘শিকার’ ওয়েব ফিল্মের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে অপু ও পলাশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুনসহ আরও বেশ কয়েকজন অভিনেতা।

ইতিমধ্যেই অপু বিশ্বাস ‘সিক্রেট’ ও ‘দুর্বার’- এই দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এবং শুটিংও শুরু করেছেন। তবে এই দুই কাজ শেষ হওয়ার আগেই আরও একটি নতুন প্রজেক্টে নাম লিখিয়েছেন অপু বিশ্বাস।

Image not found

  • Related Posts

    পঞ্চগড়ে ৬ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

    দেশের উত্তরের সীমান্তঘেষা জেলা পঞ্চগড়।এ জেলায় দীর্ঘ দিন ধরে ঘন কুয়াশা আর হিমশীতল হাওয়ায় শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। ছিন্নমূল…

    টিউলিপ-রূপন্তীসহ হাসিনার আরেক ‎প্লট দুর্নীতি মামলার রায় ২ ফেব্রুয়ারি

    দুই ভাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেক প্লট দুর্নীতির মামলার রায়ের দিন আগামি ২ ফেব্রুয়ারি ঠিক করেছেন আদালত। ‎মঙ্গলবার ঢাকার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *