নকলের অভিযোগ, মুখ খুললেন নির্মাতা বিনোদন ডেস্ক

গেল বছরের শেষ দিকে একসঙ্গে দুই সিনেমার খবর জানান চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন বছরের শুরুতেই অপুর ‘দুর্বার’ সিনেমার পোস্টার প্রকাশ হয়। তবে এটি প্রকাশের পর নেটিজেনরা তাতে টালিউডের ‘পরিণীতা’ সিনেমার পোস্টারের নকলের অভিযোগ তুলেন। যদিও কিছুক্ষণ পরই পোস্টারটি সরিয়ে নেন অপু। এরপরও সমালোচনা থামেনি।

নেটিজেনরা ‘দুর্বার’র পরপর প্রকাশিত কিছু পোস্টারের সঙ্গে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার মিল খুঁজে পান। একের পর এক নকলের অভিযোগের মধ্যে ‘দুর্বার’র পোস্টার নিয়ে চাপ অনুভব করলেও নীরব অপু বিশ্বাস। অবশেষে মুখ খুলেছেন সিনেমার পরিচালক কামরুল হাসান ফুয়াদ।

নির্মাতা ফুয়াদ গণমাধ্যমে বলেন, ‘শাহরুখ খান সেলফি তোলে, আমরাও সেলফি তুলি। তাহলে কি আমরা শাহরুখকে নকল করেছি? আমার সিনেমার পোস্টারে কোনো কিছুই নকল নয়। গল্পের প্রয়োজনে সব করেছি।’

তিনি আরও বলেন, ‘শাকিব খানের “বরবাদ”র সঙ্গে মিলের অভিযোগ হচ্ছে। আসলে ওই সিনেমার সঙ্গে আমাদের ছবির যোগসূত্র আছে। ট্রেলার প্রকাশের পর বিষয়টি পরিষ্কার হবে।’

সিনেমার সবশেষ কাজ জানিয়ে পরিচালক বলেন, ‘সিনেমার অধিকাংশ কাজ শেষ। সম্পাদনার কাজ চলছে। সামনের মাসে দেশের বাইরে কিছু দৃশ্যধারণের পরিকল্পনা আছে। সেগুলো শেষ হলেই সম্পূর্ণ হয়ে যাবে। দর্শক হলে গিয়ে বুঝতে পারবেন গল্প আসল নাকি নকল।’

অপুর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দুটি হলো ‘ট্র্যাপ’ এবং ‘ছায়াবৃক্ষ’। ‘ট্র্যাপ’ সিনেমায় তার বিপরীতে ছিলেন জয় চৌধুরী আর ‘ছায়াবৃক্ষ’-এ নিরব হোসাইন।

  • Related Posts

    আবারও দেখা যাবে শাকিব-চঞ্চল রসায়ন

    আবারও কি দেখা যাবে শাকিব খান ও চঞ্চল চৌধুরী ম্যাজিক। দেশের জনপ্রিয় এই দুই তারকা একসঙ্গে কাজ করেছেন ‘তুফান’ সিনেমায়। শাকিব নায়ক আর চঞ্চল ছিলেন খল চরিত্রে। দুজনই অভিনয় দিয়ে…

    তামান্নার গানের ভিউ এক বিলিয়ন

    ‘আজ কি রাত’ ইউটিউবে এক বিলিয়ন (১০০ কোটি) ভিউ ছাড়িয়েছে। এ সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া। গানটিতে তারই নাচের মাধ্যমে আলাদা মাত্রা পেয়েছে। এটি রাজকুমার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *