তামান্নার গানের ভিউ এক বিলিয়ন

‘আজ কি রাত’ ইউটিউবে এক বিলিয়ন (১০০ কোটি) ভিউ ছাড়িয়েছে। এ সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া। গানটিতে তারই নাচের মাধ্যমে আলাদা মাত্রা পেয়েছে। এটি রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’ ছবির আলোচিত গান।

তামান্না লেখেন, ‘প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ- সব ভালোবাসার জন্য ধন্যবাদ।’ গানটি গেয়েছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার। কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সুর করেছেন জনপ্রিয় জুটি শচীন-জিগর।

মুক্তির পরপরই ‘আজ কি রাত’ দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে এবং তামান্নার নাচ গানটিকে আরও জনপ্রিয় করে তোলে।

পরিচালক অমর কৌশিকের ‘স্ত্রী ২’ ছবিতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। ২০২৪ সালে ছবিটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হয়ে ওঠে।

এর আগে ‘দ্য লালানটপ’কে দেওয়া এক সাকক্ষাৎকারে তামান্না মজার অভিজ্ঞতার কথাও শেয়ার করেছিলেন। তিনি জানান, অনেক মা তাকে বলেছেন- এই গান না চললে তাদের সন্তান খাবার খেতে চায় না। তামান্নার কথায়, ‘শিশুরা গানের কথা বোঝে না, কিন্তু সুরটা তারা খুব উপভোগ করে।’

  • Related Posts

    টাকার অভাবে নির্বাচন করবেন না হিরো আলম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। গুঞ্জন ছিল- নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন তিনি।…

    আগামীকাল উৎসবে ‘দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

    ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দায় এবার আসছে এক অভিনব চলচ্চিত্র। আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। আকাশ হক পরিচালিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *