নেপালের কাঠমান্ডুতে উদ্ভূত অস্থির পরিস্থিতির কারণে নেপাল ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি বাতিল করা হয়েছে। আজ সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)।
আজ কাঠমান্ডু জুড়ে ছাত্র-জনতার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ শুরু হয়, যার ফলে ১৯ জন হতাহতের খবর পাওয়া গেছে। এর প্রভাবে বাংলাদেশ দলের শেষ অনুশীলন পর্বও বাতিল করা হয়। সন্ধ্যায় জরুরি সভায় বসে সরকার ও নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তারা। সেখানে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও নেপাল দলের কোচ ও খেলোয়াড়রা নিজেদের প্রস্তুতি ও প্রত্যাশা তুলে ধরেছিলেন। কিন্তু কাঠমান্ডুর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথে হাজার হাজার ছাত্র-জনতার সমাবেশের কারণে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
বাংলাদেশ দলের জন্য দশরথ রঙ্গশালায় অনুশীলনের সময় নির্ধারিত ছিল বিকেল তিনটায়। তবে ফুটবলাররা দুপুর সোয়া দুইটায় হোটেল ক্রাউনে ইম্পেরিয়ালের লবিতে প্রস্তুত হয়েও নিরাপত্তাজনিত কারণে বাসে ওঠার আগ মুহূর্তে নেপাল ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়, হোটেল থেকে বের হওয়া নিরাপদ নয়।








