চীনের কাছে চুম্বক চাইলেন ট্রাম্প, না দিলে ২০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি

চীন তাদের বিরল খনিজ ও চুম্বকের সরবরাহ নিয়ে সম্প্রতি কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে। চলতি বছরের এপ্রিলে দেশটি বিরল খনিজের কয়েকটি পণ্য ও চুম্বককে রপ্তানি নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এরই মধ্যে চীনের কাছে চুম্বক চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তা না দিলে ২০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, চীনের যুক্তরাষ্ট্রকে চুম্বক দিতে হবে, নইলে তাদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

রয়টার্স সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, ‘চীন যদি আমাদের চুম্বক না দেয়, তবে আমাদের তাদের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাতে হবে বা এ রকম কিছু করতে হবে।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্লভ খনিজ উপাদান নিয়ে বেইজিং অত্যন্ত সংবেদনশীল। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ ও চুম্বক রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। বর্তমানে বৈশ্বিক চুম্বকের বাজারের প্রায় ৯০ শতাংশই চীনের দখলে। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপসহ বহু গুরুত্বপূর্ণ পণ্যে অপরিহার্য, যার ব্যবহার রয়েছে স্মার্টফোনের মতো প্রযুক্তিপণ্যে।

  • Related Posts

    সমঝোতার পথে ট্রাম্প-শি, নভেম্বরে মুখোমুখি বৈঠক

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে এক ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। ফোনালাপে দুই দেশের বাণিজ্যের পাশাপাশি টিকটক প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। আজ শুক্রবার টেলিফোনে দুই নেতার আলাপ…

    পাকিস্তান-সৌদির ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, রিয়াদকে যে বার্তা দিল ভারত

    পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হয়েছে। যা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিয়ে সরকারের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *