শাকিবের পারিশ্রমিক ৩ কোটি, যা বললেন প্রযোজক

ক’দিন ধরেই শোবিজে আলোচনা- ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার জন্য তিনি ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন শাকিব খান। যা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড। এই পারিশ্রমিকের খবরে রীতিমত উচ্ছ্বসিত শাকিবিয়ানরা। তবে অনেকেই আবার প্রশ্ন তুলেছেন।

সম্প্রতি শাকিবের পারিশ্রমিকের বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ‘প্রিন্স’র প্রযোজক ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতান। জানান, এটা তার প্রাপ্য। যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে। অবশ্যই আগের তার সিনেমাগুলো চেয়ে রেমুনারেশন বেশি হওয়াটা স্বাভাবিক।’

শিরিন সুলতানের ভাষ্য, ‘আমরা যে ভাবনা থেকে এই ছবিটা নির্মাণ করতে যাচ্ছি, সেই জায়গা থেকে উনি যে পারিশ্রমিক নিচ্ছেন এটা ঠিক আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন তাকে “প্রিন্স” ছবির গল্প শোনাই, উনি একটানা ৪৫ মিনিট শুনে ফেললেন। এতটাই মনোযোগী ছিলেন মনে হলো এই গল্প তার পুরোপুরি মুখস্ত। আসলে তার এত বছরের সাধনা আছে বলেই তিনি আজ এই অবস্থানে আছেন।’

  • Related Posts

    নায়িকা পপিকে হত্যার হুমকি

    জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে। এর কারণ- পারিবারিক ও সম্পত্তির বিরোধ। হত্যার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা…

    ‘মারুফ ভাইয়ের বাসায় থাকছি’

    বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবসর কাটানোর জন্যই তার এই সফর। এর মাঝেই অংশ নিচ্ছেন স্টেজ শোতেও। আর নায়িকার সবশেষ কাজের খবর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *