নড়াইলে তারেক রহমানের মানহানির মামলা খারিজ

নড়াইল করেসপনডেন্ট:

নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মামলাটি চালাতে বাদী অস্বীকৃতি জানালে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-২ এর বিচারক মেহেদী হাসান এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারী ঢাকায় অনুষ্ঠিত এক সমাবেশে শেখ মুজিবুর রহমানের সম্পর্কে দেয়া একটি বক্তব্যকে অবমাননাকর আখ্যা দিয়ে মামলাটি দায়ের করা হয়। শাহজাহান বিশ্বাস নামে এক মুক্তিযোদ্ধা মামলাটি দায়ের করেন। পরে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। পরবর্তীতে বাদী উচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিল করলে মামলাটি পুনঃবিচারের আদেশ দেয়া হয়। এমন অবস্থায় বাদী মামলাটি পরিচালনায় অস্বীকৃতি জানালে আদালত আজ মঙ্গলবার মামলাটি খারিজ করে দেন।

এদিকে, মামলা খারিজের আদেশে আনন্দ মিছিল বের করে নড়াইল জেলা বিএনপি। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে আদালত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

/আরএইচ

  • Related Posts

    দেশের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার

    বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল…

    মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিল জামায়াত

    জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীদের মোটরসাইকেলে শোভাযাত্রা করা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৪ নভেম্বর) জামায়াত আমিরের দেওয়া এমন নির্দেশনা দেশের সব শাখায় পাঠানো হয়েছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *