শাকিবের পারিশ্রমিক ৩ কোটি, যা বললেন প্রযোজক

ক’দিন ধরেই শোবিজে আলোচনা- ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার জন্য তিনি ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন শাকিব খান। যা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড। এই পারিশ্রমিকের খবরে রীতিমত উচ্ছ্বসিত শাকিবিয়ানরা। তবে অনেকেই আবার প্রশ্ন তুলেছেন।

সম্প্রতি শাকিবের পারিশ্রমিকের বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ‘প্রিন্স’র প্রযোজক ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতান। জানান, এটা তার প্রাপ্য। যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে। অবশ্যই আগের তার সিনেমাগুলো চেয়ে রেমুনারেশন বেশি হওয়াটা স্বাভাবিক।’

শিরিন সুলতানের ভাষ্য, ‘আমরা যে ভাবনা থেকে এই ছবিটা নির্মাণ করতে যাচ্ছি, সেই জায়গা থেকে উনি যে পারিশ্রমিক নিচ্ছেন এটা ঠিক আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন তাকে “প্রিন্স” ছবির গল্প শোনাই, উনি একটানা ৪৫ মিনিট শুনে ফেললেন। এতটাই মনোযোগী ছিলেন মনে হলো এই গল্প তার পুরোপুরি মুখস্ত। আসলে তার এত বছরের সাধনা আছে বলেই তিনি আজ এই অবস্থানে আছেন।’

  • Related Posts

    চলন্ত ট্রেন থেকে লাফ, গুরুতর আহত কারিশমা

    চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে আহত হয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কারিশমা শর্মা।আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা…

    নামের আগে থাকবে ‘ডক্টর’ উপাধি, সুখবর দিলেন মিথিলা

    কেবল অভিনয় জগতেই নয়, একজন সফল সমাজকর্মী হিসেবেও পরিচিত রাফিয়াত রশিদ মিথিলা। জীবনে নতুন আরেক অর্জন যোগ করলেন তিনি। এবার সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *