টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের অনুরোধ জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও স্পষ্ট করেছে, নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবিতেই তারা অনড়।
আজ মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিসিবি।
এই ভিডিও কনফারেন্সে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত পুনরায় নিশ্চিত করেছে বিসিবি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনায় নিতে আইসিসির প্রতি আবারও আহ্বান জানানো হয়েছে।
আইসিসির পক্ষ থেকে বলা হয়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে ঘোষণা হয়ে যাওয়ায় বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানানো হচ্ছে। তবে বিসিবি আগের অবস্থানেই অনড় থাকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতির সমাধান খুঁজে বের করতে দুই পক্ষই আলোচনা চালিয়ে যাবে।
বিসিবি জানিয়েছে, ক্রিকেটার, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা ও মঙ্গল নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে আইসিসির সঙ্গে গঠনমূলক যোগাযোগ অব্যাহত রাখবে বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই এই টানাপোড়েন শুরু হয়। ভারতে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবিতে বিসিবি ইতোমধ্যে দুই দফা আইসিসিকে চিঠি দিয়েছে। দ্বিতীয় চিঠিতে নিরাপত্তা ঝুঁকির নানা দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
তবে সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে যাওয়ার পর, বিশ্বকাপ শুরুর এত কাছাকাছি সময়ে আইসিসির এমন প্রতিক্রিয়া অনেকটাই অনুমিত ছিল বলে মনে করছে সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।







