কাশ্মীরে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ২০

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চাসোতি এলাকায় ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘ ভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আত হয়েছেন আরও অনেকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এরইমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। এখন পর্যন্ত ৯৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকৃত ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, মেঘ ভাঙা বৃষ্টির খবর পেয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘চাসোতি এলাকায় বিশাল মেঘ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এর ফলে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। প্রশাসন জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে, এরইমধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ এবং প্রয়োজনীয় উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আমার অফিস নিয়মিত আপডেট পাচ্ছে, সম্ভাব্য সকল সহায়তা দেয়া হবে।’

  • Related Posts

    ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি বলসোনারো গ্রেপ্তার

    ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি জইর বলসোনারোকে শনিবার (২২ নভেম্বর) রাজধানী ব্রাসিলিয়ার বাসভবন থেকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল পুলিশ। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার জন্য অভ্যুত্থানের ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার…

    সমঝোতার পথে ট্রাম্প-শি, নভেম্বরে মুখোমুখি বৈঠক

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে এক ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। ফোনালাপে দুই দেশের বাণিজ্যের পাশাপাশি টিকটক প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। আজ শুক্রবার টেলিফোনে দুই নেতার আলাপ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *