
সময়মতো কাজ উদ্ধার করতে একসময় নিজেও ঘুষ দিয়েছিলেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন উপদেষ্টা।
তিনি বলেন, ‘আমি নিজেও একসময় নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি, যাতে কাজটি সময়মতো হয়। বলেছি, এটা চা-নাশতার টাকা। মানুষ এসব দুর্নীতি থেকে মুক্তি চায়। আপনারা মানুষকে সেবা দিন। মানুষ ভালো সেবা পেলে সেবার মূল্য দিতেও কৃপণতা করবে না।’
অর্থ উপদেষ্টা বলেন, ‘সরকারি সেবা পেতে সাধারণত অনেক সময় লেগে যায়।’
নিজের অভিজ্ঞতা তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘আমি যদি ৫০ বার ফোন করতাম, সম্ভবত কাজ হতো না। কিন্তু টাকা দেওয়ার পরই কাজ হয়ে গেল।’
সেবা প্রদান প্রক্রিয়ায় অযথা বিলম্ব বা হয়রানি জনগণকে হতাশ করে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, সেবা খাতের দুর্নীতি রোধ করে কার্যকর সেবা নিশ্চিত করা জরুরি।
আইনজীবীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীরা অনেক সময় মিথ্যা বলেন বা সত্য গোপন করেন। আমরা চাই আইনজীবীরা যেন তথ্য ও পরিসংখ্যানের ওপর নির্ভর করেন, যাতে সরকার অন্ধকারে না থাকে। আপনারা দ্রুত ও কার্যকর সেবা দিলে জনগণের উপকার হবে, একইসঙ্গে আপনাদের আয়ও বাড়বে।’