খেলাজনপ্রিয়

হাথুরুসিংহেকে নিয়ে এখন কেন প্রশ্ন উঠবে

চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ থাকবেন কি না—এই প্রশ্নটা এখন ওঠারই কথা নয়। পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে মাত্রই দেশে ফিরেছে দল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা এই সাফল্যের পর তো আগামী ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার পর হাথুরুসিংহের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে কি না, এই আলোচনা হওয়ার কথা।

অথচ দুই সপ্তাহের কম সময়ের মধ্যে শুরু হতে যাওয়া বাংলাদেশের ভারত সফরে হাথুরুসিংহে থাকবেন কি থাকবেন না, এ নিয়েই নাকি ঘোর অনিশ্চয়তা। কারণ কী? কারণ জুলাইয়ের গণ–অভ্যুত্থানের পর নাটকীয়ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে যাওয়া ফারুক আহমেদের কোচ হাথুরুসিংহেকে নিয়ে প্রবল আপত্তি।

যে আপত্তির কথা বাংলাদেশের ক্রিকেট নিয়ে সামান্যতম আগ্রহ আছে, এমন কারোরই অজানা নয়। কারণ ২০১৬ সালে দুই স্তরের জগাখিচুড়ি নির্বাচনপদ্ধতির প্রতিবাদে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগের পর ফারুক আহমেদ যত সাক্ষাৎকার দিয়েছেন, তার সবগুলোতেই কমন থেকেছে হাথুরুসিংহের প্রতি তাঁর বিরাগ। বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পর যিনি জানিয়ে দিয়েছেন, হাথুরুসিংহেকে নিয়ে তিনি আগের অবস্থানেই আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *