*রাজধানীর ডেমরা এলাকায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামী রবিউল আলম’কে (৩০) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।

১। *গত ০৩ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ ভোর রাত আনুমানিক ০৪:৩০ ঘটিকায়* রাজধানীর ডেমরা থানধীন বামৈল রাসেল ব্রিজের বিপরীত পাশে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কোম্পানীর মেইন গেট টপকিয়ে অজ্ঞাতনামা ৯/১০ জন ডাকাত কোম্পানীর ভিতরে প্রবেশ করে। তারা বার্জার পেইন্টস কোম্পানীর ভিতরে ডিউটিরত ০২ জন সিকিউরিটি গার্ডকে তাদের হাতে থাকা শাবল,লোহার রড ও দা দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে মাফলার ও রশি দিয়ে তাদের হাত পা বেঁধে ফেলে। ডিউটিরত অন্যান্য সিকিউরিটি গার্ডদেরকে তারা এলোপাথাড়ি মারধর এবং জানে মেরে ফেলার ভয় দেখিকে চুপচাপ বসে থাকতে বলে। এরপর তারা বার্জার পেইন্টস কোম্পানীর কাচের দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে জিপিএস ট্রাকিং মোবাইল ৩৯টি, জেনারেটরের ব্যাটারী ০৪টি ও অফিসের লকারে থাকা ৫,৯০,৩৮৮/- ( পাঁচ লক্ষ নব্বই হাজার তিনশত আটাশি) টাকা সহ সর্বমোট ১১,৩০,৩৮৮/- ( এগার লক্ষ ত্রিশ হাজার তিনশত আটাশি) টাকা মূল্যমানের সকল মালামাল ও নগদ টাকা লুট করে। ডাকাতি শেষে তারা সিকিউরিটি গার্ডদেরকে মামলা মোকদ্দমা না করার জন্য হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। অতঃপর বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কোম্পানীর ইনচার্জ ব্রাঞ্চ অপারেশন মোঃ সাজ্জাদ হোসাইন বাদী হয়ে রাজধানীর ডেমরা থানায় অজ্ঞাতনামা ০৯/১০ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নং-০২/৪৭ তরিখ- ০৪/০২/২০২৫, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০।

 

২। উক্ত ডাকাতির ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উল্লেখিত ডাকাতির মামলার বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০,সিপিসি-১, যাত্রবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল আসামীদের দ্রæত গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

 

৩। এরই ধারাবাহিকতায় *গত ১৬/০২/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:৫০ ঘটিকায়* র‌্যাব-১০,সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১১ এর সহযোগীতায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাহামুদপুর গোরস্তান রোড এলাকায় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ রবিউল আলম (৩০), পিতা-মোঃ হেদায়েত উল্লা, সাং-দক্ষিণ শাখতলা, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী’কে গ্রেফতার করে।

 

৪। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    রাজবাড়ীতে একা‌ধিক ছাত্রকে বলাৎকারচেষ্টা, মাদরাসাশিক্ষক গ্রেফতার

    রাজবাড়ী প্রতি‌নি‌ধি: রাজবাড়ীর কালুখালী‌তে একা‌ধিক ছাত্রকে বলাৎকারচেষ্টার অ‌ভি‌যো‌গে মাদরাসাশিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে (৩৩) গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) বিকেলে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জা‌হেদুর রহমান এ তথ্য নি‌শ্চিত…

    ধর্মীয় উগ্রবাদ-চরমপন্থা নিয়ন্ত্রণ না হলে ফ্যাসিবাদীরা সুযোগ পাবে: তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার ধর্মীয় উগ্রবাদী ও চরমপন্থীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফ্যাসিবাদীরা ফের গণতন্ত্র হত্যার সুযোগ পাবে। এমনটা ঘটলে বর্হিবিশ্বে বাংলাদেশ ইমেজ সংকটে পড়বে। বুধবার (১৯…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *