দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মাহারাজ দুর্দান্ত বোলিংয়ে ক্যারিয়ারসেরা ৫ উইকেট শিকার করে ম্যাচ ঘুরিয়ে দেন। কেয়ার্নসে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া অলআউট হয় মাত্র ১৯৮ রানে, ফলে দক্ষিণ আফ্রিকা জয় পায় ৯৮ রানে।
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে মাত্র ২৬ বলে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন মাহারাজ। বিশেষ করে ৬ উইকেট পড়ে যায় মাত্র ২৯ রানের ব্যবধানে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ৮৮ রান করে কিছুটা লড়াই চালালেও তা যথেষ্ট ছিল না।
এর আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে এইডেন মার্করাম করেন ৮২ রান, অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৬৫, আর ম্যাথিউ ব্রিটজকে করেন ৫৭। শেষ দিকে কিছু দ্রুত উইকেট হারালেও দক্ষিণ আফ্রিকা তোলে ৮ উইকেটে ২৯৬ রান।
অস্ট্রেলিয়ার হয়ে ট্র্যাভিস হেড ৪ উইকেট নেওয়ার পাশাপাশি একটি রানআউট করেন। ব্যাট হাতে ৩৩ রান করেন।
তবে বল হাতে মাহারাজ ছিলেন ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়, ১০ ওভারে মাত্র ৩৩ রানে ৫ উইকেট তুলে নিয়ে তিনি হয়ে ওঠেন ম্যাচের নায়ক।








