মাদারীপুরে ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

মাদারীপুরে ২ ভাইসহ তিনজনকে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় নিহত সাইফুল-আতাউরের চাচা হোসেন সরদার ও প্রতিপক্ষ শাজাহান খানসহ ৪৯ জনকে আসামি করা হয়েছে।

রোববার (৯ মার্চ) সকালে নিহত সাইফুলের মা সুফিয়া বেগম বাদী হয়ে সদর থানায় এই হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, কীর্তিনাশা নদী থেকে বালু তোলা নিয়ে খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল সরদারের সাথে স্থানীয় প্রভাবশালী শাজাহান খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল শনিবার শাজাহানের সমর্থকরা সাইফুলের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সাইফুল ও তার বড় ভাই আতাউর মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

এদিকে হত্যাকাণ্ডের পর নিহতদের বাড়িঘরেও প্রতিপক্ষরা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/আরএইচ

  • Related Posts

    রাজবাড়ীতে একা‌ধিক ছাত্রকে বলাৎকারচেষ্টা, মাদরাসাশিক্ষক গ্রেফতার

    রাজবাড়ী প্রতি‌নি‌ধি: রাজবাড়ীর কালুখালী‌তে একা‌ধিক ছাত্রকে বলাৎকারচেষ্টার অ‌ভি‌যো‌গে মাদরাসাশিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে (৩৩) গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) বিকেলে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জা‌হেদুর রহমান এ তথ্য নি‌শ্চিত…

    ধর্মীয় উগ্রবাদ-চরমপন্থা নিয়ন্ত্রণ না হলে ফ্যাসিবাদীরা সুযোগ পাবে: তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার ধর্মীয় উগ্রবাদী ও চরমপন্থীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফ্যাসিবাদীরা ফের গণতন্ত্র হত্যার সুযোগ পাবে। এমনটা ঘটলে বর্হিবিশ্বে বাংলাদেশ ইমেজ সংকটে পড়বে। বুধবার (১৯…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *