
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে এক ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। ফোনালাপে দুই দেশের বাণিজ্যের পাশাপাশি টিকটক প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।
আজ শুক্রবার টেলিফোনে দুই নেতার আলাপ শেষে ট্রাম্প জানিয়েছেন, আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামের সাইডলাইনে দুই নেতা মুখোমুখি বৈঠকে বসবেন।
এটি ছিল জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর শির সঙ্গে দ্বিতীয় ফোনালাপ। দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর থেকেই চীনের ওপর আকাশছোঁয়া শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, যার পাল্টা পদক্ষেপ নিয়েছে বেইজিং। এতে দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনায় জড়ায়।
ফোনালাপে দুই দেশের নেতারা যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখার সম্ভাব্য চুক্তির খুঁটিনাটি এবং বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য উত্তেজনা প্রশমনের বিষয় নিয়ে আলোচনা করেন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, টিকটকের মালিকানা নিয়ে আলোচনায় একটি কাঠামোগত চুক্তি হয়েছে। তবে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে।