মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন এলাকা হতে বিদেশী পিস্তলসহ বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত অস্ত্রধারী মো: সজীব বেপারী (২২)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি
সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে
আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে
অভিযান চালিয়ে আসছে।
২। এরই ধারাবাহিকতায় অদ্য মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ০০:৫৫ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জ
ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন জাহানাবাদ এলাকায় একটি
অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১টি বিদেশী পিস্তল (টঝঅ) ও ০১টি ম্যাগাজিনসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসী
মো: সজীব বেপারী (২২), পিতা- আব্দুল হক বেপারী, সাং- জাহানাবাদ, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জকে গ্রেফতার
করে। উল্লেখ থাকে যে, আসামী মো: সজীব বেপারী এর বিরুদ্ধে শ্রীনগর থানায় একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মো: সজীব বেপারী একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী।
সে বেশ কিছুদিন যাবৎ মুন্সিগঞ্জের শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চুরি, ছিনতাই ও
চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
৪। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী কার্যক্রম ও
অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র‌্যাব-১০ তার গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবে।
৫। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    জুলাই সনদ সই নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জুলাই সনদ সই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।’ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর শেষে…

    ঘরে ঢুকে যুবকের কপালে গুলি করল দুর্বৃত্তরা

    খুলনায় বাড়িতে ঢুকে সোহেল নামে এক যুবকের কপালে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর দুই নম্বর কাস্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সোহেলকে (২৮) খুলনা মেডিকেল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *