
এশিয়া কাপের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সহজেই হারাল ভারত।আজ রবিবার আবু ধাবি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত-পাকিস্তান উত্তেজনা মাঠের খেলায় তেমন টের পাওয়া যায়নি। ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন ভারতীয়রাই।
এ দিন টস জিতে ব্যাট করতে নেমে ফারহানের ৪০ ও শাহিন আফ্রিদির ৩৬ রানের ওপর ভর করে ১২৭ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন সূর্যকুমার যাদব। এ ছাড়া তিলক ভার্মা ও অভিষেক শর্মা দুজনেই ৩১ রান করে যোগ করেন স্কোরকার্ডে।
ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ভারতীয় বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১২৭ রানে থামে তাদের ইনিংস। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পায় তারা।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত লড়াইয়ে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। ৬ রানে হারিয়েছিল ২ উইকেট। ইনিংসের দ্বিতীয় বলেই আঘাত হার্দিক পান্ডিয়ার। গোল্ডেন ডাকে (১ বলে ০) ক্যাচ দিয়ে ফেরেন সাইম আইয়ুব। পরের ওভারে জাসপ্রিত বুমরাহকে হাঁকাতে গিয়ে বল আকাশে তুলে দেন মোহাম্মদ হারিস (৫ বলে ৩)। ৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান।
তবে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় সালমান আলি আগার দল। তারপরও আসা-যাওয়ার মধ্যেই থাকেন পাকিস্তানি ব্যাটাররা। কিছুক্ষণ দলের হাল ধরেছিলেন ফারহান ও ফখর জামান। তৃতীয় উইকেট জুটিতে দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন তারা। তবে উইকেটে থিতু হয়েও বাজে শটে উইকেট দিয়েছেন ফখর। অভিজ্ঞ এই ব্যাটার ১৫ বলে করেন ১৩ রান।
দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করন শাহিবজাদা ফারহান। তিনি একপ্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে উইকেট পড়তে থাকে। ম্যাচের শেষ দিকে আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের ঝড়ে টি-টোয়েন্টির সম্মানজনক স্কোর পায় পাকিস্তান। ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন কুলদীপ যাদব।