সময়টা ভালো যাচ্ছে না হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির। গেল রবিবার ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যসহ হাসপাতালে ভর্তি হন এই চিত্রনায়িকা। পরী শ্বাসকষ্টে আর ছেলে ভুগছেন জ্বরে। তাই চিকিৎসকের পরামর্শ হাসপাতালে ভর্তি হন তারা। এবার পরী জানালেন, তার মেয়ে সাফিয়া সুলতানা প্রিয়ম’র অবস্থাও ভালো না। মেয়েকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে। তথ্যটি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।
গতকাল সোমবার রাতে পরীমণি ফেসবুক পোস্টে জানান, ‘আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ ডিগ্রি জ্বর। আমার ১০৩.৫ ডিগ্রি জ্বর, কাঁশি, শ্বাসকষ্ট।’
এর আগে, ১০ আগস্ট ছিল পরীর ছেলে পূণ্যর তৃতীয় জন্মদিন। সেদিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেন তিনি। ওদিনের পর থার্মোমিটারের ছবি পোস্ট করে পরীমণি ফেসবুকে ছেলের অসুস্থতার খবর দেন।
পরীমণির সহকারী জানিয়েছেন, অভিনেত্রীর শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমেছে। তবে জ্বর ছাড়ছে না, শরীরে ব্যাথাও আছে। আরও কয়েকটা দিন তাকে হাসপাতালে বিশ্রাম নিতে হবে, থাকতে হবে চিকিৎসকদের পরিচর্যায়।







