ফরিদপুরের সদরপুরে একটি বাড়ি থেকে শিশুর রক্তাক্ত মরদেহ ও তার অন্তঃসত্ত্বা মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম হুজাইফা (৫) ও মৃত মায়ের নাম সুমাইয়া আক্তার (২২)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুমাইয়া অন্তঃসত্ত্বা ছিলেন এবং তার সিজারিয়ান ডেলিভারির তারিখ নির্ধারিত ছিল আগামী ২৬ সেপ্টেম্বর। তার সঙ্গে পূর্বকান্দি গ্রামের মোতালেব মুন্সির ছেলে রমজান মুন্সির বিয়ে হয় ২০২০ সালে। হুজাইফা ছিল তাদের একমাত্র সন্তান।
রমজান মুন্সিদীর্ঘদিন সিঙ্গাপুর ছিলেন। দুই বছর আগে তিনি দেশে ফিরে আসেন এবং বর্তমানে অন্য কোনো দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
নিহতের শ্বশুর মোতালেব মুন্সি জানান, ঘটনার সময় তিনি বাড়ির কাছেই গরুর জন্য ঘাস কাটতে ব্যস্ত ছিলেন। হঠাৎ বাড়িতে চিৎকার শুনে ছুটে এসে তিনি মর্মান্তিক এই ঘটনার মুখোমুখি হন। তার দাবি, ছেলে রমজান ও সুমাইয়ার মধ্যে সম্পর্ক ভালোই ছিল, তাদের মধ্যে কোনো কলহ ছিল বলে জানা নেই।
প্রতিবেশীরা জানান, সুমাইয়া ও রমজানের মধ্যে প্রায় তারা ঝগড়াঝাটি শুনতে পেতেন।প্রতি্বেশীদের ধারণা, পারিবারিক কলহের জেরে নিজ সন্তানকে হত্যা করে মা নিজে আত্মহত্যা করেছেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদেব রায় জানান, নিহত সুমাইয়ার স্বামী রমজান বর্তমানে ফরিদপুরে রয়েছেন। তবে তার যোগাযোগ সম্ভব হয়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।






