শিশুটি দুষ্টু, তাই শাসন করেছি শারমিন একাডেমির ব্যবস্থাপকের সাফাই

রাজধানীর নয়াপল্টন এলাকার মসজিদ রোডে শারমিন একাডেমি স্কুলের অফিসকক্ষে প্রি-প্লে শ্রেণির শিক্ষার্থী চার বছরের এক শিশুকে যেভাবে নির্যাতন করা হয়েছে; শিশু শিক্ষার্থীর সেই নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বইছে ক্ষোভের ঝড়। এ পরিপ্রেক্ষিতে নির্যাতনকারী স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি পুলিশকে বলেন, ওই শিক্ষার্থী খুবই দুষ্টু, খালি দুষ্টামি করত স্কুলে। এ ছাড়া স্কুলে যাকে-তাকে থুতু দিত। তাই কন্ট্রোল করার জন্য একটু শাসন করেছিলাম।

গত শুক্রবার ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পবিত্র কুমার বড়ুয়া শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা স্কুলের প্রধান শিক্ষিকা শারমিন জাহানের স্বামী। ঘটনার পর থেকে শারমিন জাহান পলাতক রয়েছেন।

পল্টন থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, গত ১৮ জানুয়ারি নয়াপল্টন এলাকার মসজিদ রোডে শারমিন একাডেমি নামের একটি স্কুলে এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনকারী স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু নির্যাতনের মামলায় রিমান্ডের আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছিল।

আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছেন। তবে রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে ২৭ জানুয়ারি। শিশু নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আরেক আসামি শারমিন জাহানকেও গ্রেপ্তারে অভিযান চলছে।

  • Related Posts

    নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনের প্রতি কূটনীতিকদের আস্থা শতভাগ: সিইসি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানার পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা তাদের সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন…

    যেসব এলাকায় আজ গ্যাসের চাপ কম থাকবে অনলাইন ডেস্ক

    তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ সীমিত হওয়ায় আজ ২৪ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *