বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,‘জনগণের কল্যাণে ও সহায়তায় সরকারের বিভিন্ন প্রকল্প চালু আছে। কিন্তু এগুলো সংগঠিত না। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো আমরা এক জায়গায় আনতে চাই ‘
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
তারেক রহমান বলেন,‘সবার আগে দেশে উৎপাদন বাড়তে হবে। জনসংখ্যা বাড়ছে, কিন্তু উৎপাদন বাড়ছে না। উৎপাদনকারী আর ক্রেতাদের মধ্যে একাধিক পক্ষ কাজ করে। এটি স্বাভাবিক নিয়ম। কিন্তু অনৈতিকভাবে কেউ লাভ করতে চাইলে সেটি ঠেকাতে হবে। তাছাড়া যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায়ও দ্রব্যমূল্যের দাম বাড়ে অনেক সময়। কৃষককে প্রণোদনা দেয়ার পাশাপাশি এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রাথমিক শিক্ষায় সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে আসতে হবে। এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কারণ বাচ্চারা তো তাদের কাছ থেকেই সবকিছু শিখবে।’
শিশুদের কাছে পড়াশোনাকে আনন্দময় করে তুলতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই। শুধু একাডেমিক পড়াশোনা নয়, খেলাধুলাকেও শিক্ষায় যুক্ত করব। খেলাধুলাতেও পাশ করতে হবে। আর্ট অ্যান্ড কালচার অন্তর্ভুক্ত করা হবে। তাহলে ইন্টারনেট ব্রাউজ করা থেকে ঠেকানো যাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আলাদা টিম করে কাজ করা হবে।’





