আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।
প্রতীক সংগ্রহের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি শেয়ার করেছেন এই স্বতন্ত্র প্রার্থী।এক পোস্টে তিনি লিখেছেন, ‘সকল বাধা পেরিয়ে ফুটবল ⚽️ প্রতীক নিয়েই আমরা নির্বাচন করছি!’
পরে সাংবাদিকদের ডা. তাসনিম জারা বলেন, ‘আমি গত কয়েকদিন যখন ঢাকা-৯ আসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম, খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানায় অনেকের সঙ্গে কথা হয়েছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছেন যে, নির্বাচনের মার্কাটা কী? কোন মার্কায় তারা ব্যালট পেপারে দেখতে পারবেন, আমাকে যদি সমর্থন করতে চান। সেই প্রশ্নের আজ একদম পরিষ্কার একটা উত্তর আমরা পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমি নির্বাচনে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই- স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। সবাইকে দোয়া এবং শুভকামনার জন্য অনুরোধ করছি।’
উল্লেখ্য, তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠন নিয়ে বিতর্কের মধ্যে দলটি ছাড়েন তিনি। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
গত শনিবার (৩ জানুয়ারি) তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়। ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন। পরে প্রার্থিতা ফিরে পেতে সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তিনি ইসিতে আপিল করেন।এর পর গত ১০ জানুয়ারি আপিলে প্রার্থিতা ফেরত পেয়ে তাসনিম জারা জানিয়েছিলেন, নির্বাচনী প্রতীক হিসেবে ফুটবল মার্কা চাইবেন তিনি।






