হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় লড়বেন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জোটভুক্ত অন্য দলের কেন্দ্রীয় ও প্রভাবশালী নেতাদের আসনভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। কেউ কেউ একাধিক আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে। ঢাকা-১৭ (গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক) আসনে তারেক রহমানের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জামায়াতে ইসলামীর ডা. এসএম খালেদুজ্জামান। আর বগুড়া-৬ আসনে (সদর) তারেক রহমানের বিপক্ষে ভোট করছেন জামায়াতের মো. আবিদুর রহমান।

ঠাকুরগাঁও-১ (সদর) আসন থেকে লড়বেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা-১ আসন থেকে নির্বাচন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর থানা) আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচনে অংশ নেবেন ঢাকা-৩ (কেরানীগঞ্জের আংশিক) আসন থেকে। তার মূল প্রতিদ্বন্দ্বী হতে পারেন জামায়াতের প্রার্থী মো. শাহীনুর ইসলাম।

নরসিংদী-২ (পলাশ) আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। এই আসনে এনসিপির মো. গোলাম সারওয়ারের জন্য (সারওয়ার তুষার) ছেড়ে দিয়েছে জামায়াত।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে প্রার্থী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে লড়বেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবদুল্লাহ আল ফারুক।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে লড়বেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী হতে পারেন জামায়াত জোটের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মুহা. নিজামুল হক নাঈম। আসনটিতে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. মোসলেহ উদ্দিনও রয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর ও হাকিমপুর উপজেলা) আসনের প্রার্থী। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু লড়বেন সিরাজগঞ্জ-২ আসন থেকে। ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে লড়বেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

নোয়াখালী-১ আসনে ভোট করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

এ ছাড়া বিএনপি নেতৃত্বাধীন জোটের বহুল আলোচিত প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নির্বাচন করবেন ভোলা-১ (সদর) আসন থেকে। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

জামায়াতে ইসলামী : জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিতদের মধ্যে দলটির আমির ডা. শফিকুর রহমান লড়বেন ঢাকা-১৫ (কাফরুল ও মিরপুর থানার আংশিক) আসন থেকে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন মো. শফিকুল ইসলাম খান।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের লড়বেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন মো. কামরুল হুদা। জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান প্রার্থী হয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন। দলটির আরেক নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম প্রার্থী হয়েছেন রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে। এই আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রার্থী হয়েছেন খুলনা-৫ (ডুমুরিয়া, ফুলতলা ও ক্যান্টনমেন্টের আংশিক) আসনে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে এবং দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪ আসন থেকে লড়বেন। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান লড়বেন ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসন থেকে।

জামায়াতের আরেক গুরুত্বপূর্ণ প্রার্থী আওয়ামী লীগ সরকার আমলে গুমের শিকার মীর আহমাদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান) প্রার্থী হয়েছেন ঢাকা-১৪ (মিরপুর, শাহআলী ও দারুসসালাম থানা) আসনে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন বলপূর্বক গুমের শিকারদের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’র সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

জামায়াতে ইসলামীর ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৩ আসনে লড়বেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন নিজ দল এনডিএম ছেড়ে আসা ববি হাজ্জাজ। ফেনী-২ (সদর) আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এই আসনে বিএনপির প্রার্থী জয়নাল আবদিন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) : ঢাকা-১১ (রামপুরা-বাড্ডা-ভাটারা-হাতিরঝিল আংশিক) আসন থেকে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন এমএ কাইয়ুম। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে লড়বেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আসনটিতে বিএনপির প্রার্থী রয়েছেন মোহাম্মদ এমদাদুল হক ভরসা। পঞ্চগড়-১ (সদর- তেঁতুলিয়া-আটোয়ারী) আসন থেকে নির্বাচন করবেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এই আসনে বিএনপির প্রার্থী জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পুত্র ব্যারিস্টার নওশাদ জমির। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে লড়বেন এসসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আলোচিত অন্য প্রার্থীরা : রংপুর-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। আসনটিতে বিএনপির প্রার্থী রয়েছেন মো. সামসুজ্জামান সাবু এবং জামায়াতের প্রার্থী মো. মাহবুবুল হক বেলাল। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী হয়ে লড়বেন ড. রেজা কিবরিয়া। আসনটিতে জামায়াতের প্রার্থী রয়েছেন মো. শাহজাহান আলী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এনসিপি ছেড়ে আসা তাসনিম জারা লড়বেন ঢাকা-১০ আসন থেকে। বিএনপি জোটের প্রার্থী হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে।

  • Related Posts

    পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন। প্রতীক সংগ্রহের পর নিজের…

    জোট ভাঙার পেছনে রয়েছে রাজনৈতিক দর্শনের সংঘাত: মুফতি সৈয়দ ফয়জুল করিম

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের আসন বণ্টন নিয়ে মতবিরোধ দেখা দেয়। ইসলামী আন্দোলনকে ছাড়াই ১০ দল বৃহস্পতিবার ২৫৩ আসন নিজেদের মধ্যে বণ্টন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *