ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

চলছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্বের নানা দেশের সমসাময়িক ও শিল্পমানসম্পন্ন সিনেমার মিলনমেলায় পরিণত হয়েছে উৎসবটি। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে বিশ্বের ৭০টিরও বেশি দেশের ২৪৬টি সিনেমা। উৎসবের মূল ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম। আজ উৎসবের চতুর্থ দিন। এদিন বিভিন্ন মিলনায়তনে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে মোট ৪৩টি সিনেমার প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক আজকের আয়োজন।

  • Related Posts

    নায়িকা পপিকে হত্যার হুমকি

    জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে। এর কারণ- পারিবারিক ও সম্পত্তির বিরোধ। হত্যার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা…

    ‘মারুফ ভাইয়ের বাসায় থাকছি’

    বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবসর কাটানোর জন্যই তার এই সফর। এর মাঝেই অংশ নিচ্ছেন স্টেজ শোতেও। আর নায়িকার সবশেষ কাজের খবর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *