বগুড়া-৭ আসন খালেদা জিয়ার আসনে মনোনয়ন তুললেন বিএনপি নেতা মিল্টন

বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন।

এ তথ্য নিশ্চিত করেছেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান।

এ বিষয়ে বক্তব্য জানতে মোর্শেদ মিল্টনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদেরকে মনোনয়ন উত্তলোন করার কথা বলা হয়েছে। তাই আমরা সাময়িকভাবে মনোনয়ন উত্তলোন করেছি, দলীয় নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘আজ মোট দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। একটি মোরশেদ মিল্টনের নামে এবং অপরটির নাম তাৎক্ষণিকভাবে বলতে পারছি না।’

  • Related Posts

    ছোটপর্দায় আজকের খেলা

    ক্রিকেট ত্রিদেশীয় যুব ওয়ানডে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বেলা ১-১৫ মি., ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট দ্য হানড্রেড ম্যানচেস্টার-সাউদার্ন ব্রেভ রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ৫

    বাংলাদেশের ওপর দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত ভারতের

    বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। ‘শ্রমিকদের নিরাপত্তা’ এবং ‘রাজনৈতিক অস্থিতিশীলতার’ কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রোববার (২০…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *