জাপানে জনশক্তি পাঠানোর বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জাপান সেল একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত (উপদেষ্টা পদমর্যাদা) লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাপানে জনশক্তি পাঠানোর বিষয়ে তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
জাপান শ্রমবাজার সম্পর্কিত ‘জাপান ডেস্ক’-এর কার্যক্রম বিষয়ে বলা হয়েছে, জাপান বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় শ্রমবাজার। ২০২৪ সালের ৩০ মার্চ জাপান টাইমসের প্রতিবেদনে উল্লিখিত ২০৪০ সালের মধ্যে দেশটিতে কর্মক্ষম জনসংখ্যার ঘাটতি ১ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ জন্য জাপান বিভিন্ন ভিসা ক্যাটাগরির বিদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা রেখেছে।
জাপান সেলের নেওয়া সিদ্ধান্তে বলা হয়, জাপান সেলের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির মাধ্যমে ফেসবুক পোস্ট দেওয়ার উদ্যোগ নিতে হবে, যা প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ হবে। জাপানে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থান নিশ্চিত করার পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
জাপান ডেস্কের কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে, ডেস্ক জাপানে বিদ্যমান শ্রমবাজারের চাহিদার অনুসন্ধান করবে। জাপানে কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত ও প্রচারণা চালাবে। সেই সঙ্গে কর্মীদের ভাষা প্রশিক্ষণ, ডিজিটাল টেস্ট নেবে। জাপান ও বিদেশের বিভিন্ন দপ্তর/প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করবে।
জাপান ডেস্কের কার্যক্রম বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আমাদের জনশক্তি রপ্তানি লক্ষ্য হবে জনগণের নতুন কর্মসংস্থানের সুযোগ ও দারিদ্র্য বিমোচন। জাপান ডেস্কের মাধ্যমে আমরা এই লক্ষ্য অর্জন করতে পারব বলে বিশ্বাস করি। বিশেষ করে জাপানি অফিসার জাপান ডেস্কে কাজ করলে আরও কর্মসংস্থান সহজ হবে।






