আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে মান বাঁচাল পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা।আজ রবিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছে ২০২৫ সালের এশিয়া কাপে। তবে টস জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ভারতীয় বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১২৭ রানে থামে তাদের ইনিংস। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পায় তারা।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত লড়াইয়ে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। ৬ রানে হারিয়েছিল ২ উইকেট। ইনিংসের দ্বিতীয় বলেই আঘাত হার্দিক পান্ডিয়ার। গোল্ডেন ডাকে (১ বলে ০) ক্যাচ দিয়ে ফেরেন সাইম আইয়ুব। পরের ওভারে জাসপ্রিত বুমরাহকে হাঁকাতে গিয়ে বল আকাশে তুলে দেন মোহাম্মদ হারিস (৫ বলে ৩)। ৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান।

তবে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় সালমান আলি আগার দল। তারপরও আসা-যাওয়ার মধ্যেই থাকেন পাকিস্তানি ব্যাটাররা। কিছুক্ষণ দলের হাল ধরেছিলেন ফারহান ও ফখর জামান। তৃতীয় উইকেট জুটিতে দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন তারা। তবে উইকেটে থিতু হয়েও বাজে শটে উইকেট দিয়েছেন ফখর। অভিজ্ঞ এই ব্যাটার ১৫ বলে করেন ১৩ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করন শাহিবজাদা ফারহান। তিনি একপ্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে উইকেট পড়তে থাকে। ম্যাচের শেষ দিকে আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের ঝড়ে টি-টোয়েন্টির সম্মানজনক স্কোর পায় পাকিস্তান। ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন কুলদীপ যাদব।

  • Related Posts

    তাইজুল-মুশফিকের ইতিহাস গড়ার দিনে বড় জয় দেখছে বাংলাদেশ

    মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষের টেস্টে জয় এখন কেবল সময়ের অপেক্ষা। সেঞ্চুরি হাতছাড়া হলেও দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়েছেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। শততম টেস্টে ফিফটি করে আরেকটি মাইলফলক অর্জন করেছেন…

    এশিয়া কাপ আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ

    এশিয়া কাপে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’তে প্রথমে ব্যাট করতে নামা টাইগাররা নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। জবাবে ব্যাট…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *