পাকিস্তানকে সহজেই হারাল ভারত

এশিয়া কাপের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সহজেই হারাল ভারত।আজ রবিবার আবু ধাবি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত-পাকিস্তান উত্তেজনা মাঠের খেলায় তেমন টের পাওয়া যায়নি। ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন ভারতীয়রাই।

এ দিন টস জিতে ব্যাট করতে নেমে ফারহানের ৪০ ও শাহিন আফ্রিদির ৩৬ রানের ওপর ভর করে ১২৭ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন সূর্যকুমার যাদব। এ ছাড়া তিলক ভার্মা ও অভিষেক শর্মা দুজনেই ৩১ রান করে যোগ করেন স্কোরকার্ডে।

ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ভারতীয় বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১২৭ রানে থামে তাদের ইনিংস। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পায় তারা।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত লড়াইয়ে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। ৬ রানে হারিয়েছিল ২ উইকেট। ইনিংসের দ্বিতীয় বলেই আঘাত হার্দিক পান্ডিয়ার। গোল্ডেন ডাকে (১ বলে ০) ক্যাচ দিয়ে ফেরেন সাইম আইয়ুব। পরের ওভারে জাসপ্রিত বুমরাহকে হাঁকাতে গিয়ে বল আকাশে তুলে দেন মোহাম্মদ হারিস (৫ বলে ৩)। ৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান।

তবে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় সালমান আলি আগার দল। তারপরও আসা-যাওয়ার মধ্যেই থাকেন পাকিস্তানি ব্যাটাররা। কিছুক্ষণ দলের হাল ধরেছিলেন ফারহান ও ফখর জামান। তৃতীয় উইকেট জুটিতে দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন তারা। তবে উইকেটে থিতু হয়েও বাজে শটে উইকেট দিয়েছেন ফখর। অভিজ্ঞ এই ব্যাটার ১৫ বলে করেন ১৩ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করন শাহিবজাদা ফারহান। তিনি একপ্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে উইকেট পড়তে থাকে। ম্যাচের শেষ দিকে আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের ঝড়ে টি-টোয়েন্টির সম্মানজনক স্কোর পায় পাকিস্তান। ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন কুলদীপ যাদব।

  • Related Posts

    আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে মান বাঁচাল পাকিস্তান

    ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা।আজ রবিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছে ২০২৫ সালের এশিয়া কাপে। তবে টস জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ভারতীয় বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।…

    ভারত ম্যাচের আগে যুবরাজ-ধাওয়ানকে নিশানা আফ্রিদির

    এশিয়া কাপ উপলক্ষে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। তবে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ (ডব্লিউসিএল) টুর্নামেন্টের মতো এশিয়া কাপের এই ম্যাচ নিয়েও অনিশ্চয়তা বাড়ছে ক্রমশ। ডব্লিউসিএলে পাকিস্তানের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *