চলন্ত ট্রেন থেকে লাফ, গুরুতর আহত কারিশমা

চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে আহত হয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কারিশমা শর্মা।আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কারিশমা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের সঙ্গে এই দুর্ঘটনার খবরটি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানান, কেন তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিতে বাধ্য হন।

কারিশমা লিখেছেন, ‘গতকাল শুটিংয়ের জন্য চার্চগেটে যাচ্ছিলাম। শাড়ি পরে ট্রেন ধরতে গিয়েছিলাম। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই ট্রেনের গতি বেড়ে যায় এবং আমি দেখি আমার বন্ধুরা ট্রেনটি ধরতে পারেনি। ভয়ে আমি চলন্ত ট্রেন থেকে লাফ দিই। দুর্ভাগ্যবশত, পড়ে গিয়ে আমার মাথায় আঘাত লাগে।’

রাগিনী এমএমএস’, ‘উজরা চমন’, ‘হাম’ এবং ‘প্যায়ার কা পঞ্চনামা’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর এমন খবরে তার ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন।

জানা গেছে, দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। অভিনেত্রী জানান, ‘আমার পিঠে ব্যথা, মাথা ফুলে গেছে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তাররা এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন এবং মাথায় আঘাত গুরুতর কি না, তা জানতে আমাকে একদিনের জন্য হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

 

 

 

  • Related Posts

    নায়িকা পপিকে হত্যার হুমকি

    জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে। এর কারণ- পারিবারিক ও সম্পত্তির বিরোধ। হত্যার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা…

    ‘মারুফ ভাইয়ের বাসায় থাকছি’

    বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবসর কাটানোর জন্যই তার এই সফর। এর মাঝেই অংশ নিচ্ছেন স্টেজ শোতেও। আর নায়িকার সবশেষ কাজের খবর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *