ভারতের ছাড়া পানিতে ডুবছে পাকিস্তান, ৩৩ জনের মৃত্যু

ভারতের ছেড়ে দেওয়া বন্যার পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের একাধিক অঞ্চল। দেশটির পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) মহাপরিচালক ইরফান আলী কাঠিয়া বলেন, ‘পাঞ্জাবের তিনটি প্রধান নদীতে (সিন্ধু পানিচুক্তির আওতাধীন শতদ্রু, রাভি ও চেনাব) বিপজ্জনক মাত্রায় পানি প্রবাহিত হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে পুরো প্রদেশজুড়ে। তিনি বলেন, এখন পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। আমরা তিনটি বড় নদীতে ভয়াবহ স্রোত দেখছি।’

পাকিস্তান যখন নজিরবিহীন বন্যার সঙ্গে লড়ছে, তখন ভারতের বিরুদ্ধে সিন্ধু পানিচুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসলামাবাদের দাবি, নয়াদিল্লি সময়মতো বন্যার আগাম সতর্কতা দেওয়ার দায়িত্ব পালন করছে না।

দেশটিতে চলতি মৌসুমি বৃষ্টির শুরুর পর গত জুনের শেষ দিক থেকে এ পর্যন্ত বিভিন্ন বন্যাজনিত ঘটনায় অন্তত ৮৪০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ব্যাপক অবকাঠামো ও সম্পদের ক্ষয়ক্ষতিও হয়েছে।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, পাঞ্জাব এক নজিরবিহীন সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। তিনটি প্রধান নদী একইসঙ্গে ‘সুপার ফ্লাড’-এ পৌঁছেছে।

  • Related Posts

    ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি বলসোনারো গ্রেপ্তার

    ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি জইর বলসোনারোকে শনিবার (২২ নভেম্বর) রাজধানী ব্রাসিলিয়ার বাসভবন থেকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল পুলিশ। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার জন্য অভ্যুত্থানের ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার…

    সমঝোতার পথে ট্রাম্প-শি, নভেম্বরে মুখোমুখি বৈঠক

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে এক ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। ফোনালাপে দুই দেশের বাণিজ্যের পাশাপাশি টিকটক প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। আজ শুক্রবার টেলিফোনে দুই নেতার আলাপ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *