 
									প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আজীবন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য হিসেবে দেখতে চাওয়া শেখ তাসনিম আফরোজ ইমিকে প্রশ্ন করা হলে এটিকে ‘ট্র্যাপ’ হিসেবে উল্লেখ করেন বাম গণতান্ত্রিক ছাত্রজোটের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাম গণতান্ত্রিক ছাত্র জোট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শেখ তাসনিম আফরোজ ইমি ডাকসুর শামসুন্নাহার হলের সাবেক ভিপি। এবারের ডাকসু নির্বাচনে তিনি কেন্দ্রীয় ভিপি পদে বাম গণতান্ত্রিক ছাত্র জোটের হয়ে প্রতিদ্বন্ধিতা করবেন।
ইমিকে করা প্রশ্নের জবাবে মেঘমল্লার বসু বলেন, ‘যদি এটা নিয়ে আমরা প্রেস কনফারেন্সে কথা বলব না। আমরা প্রেস কনফারেন্স শেষ করার পরে যদি ইমি আপাকে প্রশ্ন করতে চান, ইমি আপা ক্যাম্পাসে আছেন, ইমি আপাকে করে এটা নিয়ে কোয়েশ্চেন করতে পারেন। কারণ আমরা মনে করি এটা একটা মিডিয়া ন্যারেটিভ উৎপাদন করা হচ্ছে, যারা ২০২৩ সাল পর্যন্ত শেখ হাসিনার পক্ষে কথা বলেছে তাদের কাছে এই জাতীয় জিনিসপত্রের উত্তর যেহেতু আমরা দিতে চাই না। কাজেই এটা একটা সেন্ট্রাল ইস্যু, এটাকে বাড়াইতে চাই না।’
তিনি বলেন, ‘আমরা আপনাদের জায়গা থেকে বুঝতে পারি, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা এবং আলোচনা সামনে এসেছে, আপনারা ইমি আপাকে প্রশ্ন করতে চান, সেই প্রশ্ন এই প্রেস কনফারেন্স শেষে ইমি আপাকে আলাদা করে করতে পারেন। কিন্তু এই বিষয়ে এখান থেকে কোনো উত্তর দিয়ে ফারদার এটা নিয়ে যে একটা কন্টিনিউয়াস আলোচনা সেই আলোচনায় আমরা যাব না।’
কারণ হিসেবে মেঘমল্লার বসুবলেন, ‘কারণ তার মধ্য দিয়ে আমাদের যে এজেন্ডা ও ম্যানিফেস্টো সেটা থেকে আলোচনা ডিসট্রাক্টেড হয়ে আলোচনা বারবার করে আলোচনা এটার দিকে ফিরে যাবে। সেটাকে আমরা ট্র্যাপ হিসেবে মনে করছি। কাজেই আপনাদের যদি ইমি আপাকে প্রশ্ন করার থাকে, এই পার্টিকুলার পয়েন্টটাতে, তাহলে আপনারা এই প্রেস কনফারেন্স শেষে ইমি আপাকে আলাদা করে প্রশ্ন করতে পারেন।’







