ছেলের ১০২ ডিগ্রি জ্বর, মেয়ে আইসিইউতে: পরীমণি

সময়টা ভালো যাচ্ছে না হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির। গেল রবিবার ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যসহ হাসপাতালে ভর্তি হন এই চিত্রনায়িকা। পরী শ্বাসকষ্টে আর ছেলে ভুগছেন জ্বরে। তাই চিকিৎসকের পরামর্শ হাসপাতালে ভর্তি হন তারা। এবার পরী জানালেন, তার মেয়ে সাফিয়া সুলতানা প্রিয়ম’র অবস্থাও ভালো না। মেয়েকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে। তথ্যটি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

গতকাল সোমবার রাতে পরীমণি ফেসবুক পোস্টে জানান, ‘আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ ডিগ্রি জ্বর। আমার ১০৩.৫ ডিগ্রি জ্বর, কাঁশি, শ্বাসকষ্ট।’

এর আগে, ১০ আগস্ট ছিল পরীর ছেলে পূণ্যর তৃতীয় জন্মদিন। সেদিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেন তিনি। ওদিনের পর থার্মোমিটারের ছবি পোস্ট করে পরীমণি ফেসবুকে ছেলের অসুস্থতার খবর দেন।

পরীমণির সহকারী জানিয়েছেন, অভিনেত্রীর শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমেছে। তবে জ্বর ছাড়ছে না, শরীরে ব্যাথাও আছে। আরও কয়েকটা দিন তাকে হাসপাতালে বিশ্রাম নিতে হবে, থাকতে হবে চিকিৎসকদের পরিচর্যায়।

  • Related Posts

    নায়িকা পপিকে হত্যার হুমকি

    জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে। এর কারণ- পারিবারিক ও সম্পত্তির বিরোধ। হত্যার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা…

    ‘মারুফ ভাইয়ের বাসায় থাকছি’

    বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবসর কাটানোর জন্যই তার এই সফর। এর মাঝেই অংশ নিচ্ছেন স্টেজ শোতেও। আর নায়িকার সবশেষ কাজের খবর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *