আসন্ন অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে ১২ দিনের কন্ডিশনিং ক্যাম্পে বাহরাইনে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। শুধুমাত্র অনুশীলনই নয়, সেই সঙ্গে অতিরিক্ত প্রস্তুতির সুযোগ হিসেবে পাচ্ছে দুইটি প্রীতি ম্যাচ—বাহরাইনের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। তার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ।
এই প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে দলের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘ম্যাচটি আমাদের জন্য বড় সুযোগ। এই দুটি ম্যাচ দিয়েই আমরা ভিয়েতনামের জন্য নিজেদের প্রস্তুত করব। একই সঙ্গে দলের প্রতিটি বিভাগ কেমন অবস্থায় আছে, সেটিও মূল্যায়নের সুযোগ মিলবে।’
তবে আজকের ম্যাচে মাঠে নামতে পারছেন না তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে গিয়ে পাওয়া চোটের কারণে তাকে বিশ্রামে রাখা হচ্ছে। কোচ জানান, ‘মোরসালিন কিছুটা ব্যথা অনুভব করছিল, তাই তাকে আজকের ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে। তবে বাকিরা সবাই সুস্থ রয়েছে।’
আগামী সেপ্টেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্ব। সেখানেই লড়বে সাইফুল বারীর দল। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ—আয়োজক ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। দুইটি নারী দল এরই মধ্যে এশিয়ান মঞ্চে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে, এবার ছেলেদের দলও চাইছে সেই পথচলার অংশ হতে।
এই লক্ষ্যেই বাহরাইনে কঠোর অনুশীলনে ব্যস্ত লাল-সবুজের যুবারা। তবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেখানে প্রচণ্ড গরম। শুরু থেকেই প্রতিদিন আবহাওয়া নিয়ে ভিডিওবার্তায় মন্তব্য করে চলেছেন খেলোয়াড়রা। রবিবারও তার ব্যতিক্রম হয়নি।
সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যেও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বাছাইয়ের আগে








