যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী ও আ. লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে থানা পুলিশের অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা মো. আল আমিনকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ যাত্রাবাড়ী বিদ্যুৎ গলিতে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ওই এলাকার রিয়াজুল হকের ছেলে এবং ডিএসসিসির ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রায়েরবাগ এলাকায় খুন ও সহযোগিতার অপরাধে গত বছর ১০ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় আল-আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসী আল-আমিনের বিরুদ্ধে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলযজ্ঞসহ বিভিন্ন অপরাধে যাত্রাবাড়ী থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। পাশাপাশি মুন্সিগঞ্জ থানাতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়াও ফ্যাসিস্ট সরকারের আমলে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনে আওয়ামী মনোনীত প্রার্থী হারুন-অর-রশিদ মুন্নার ছত্রছায়ায় তিনি এলাকাবাসীদের জিম্মি করে নানা অপকর্ম করেছেন। এমনকি সড়ক ও জনপথের জায়গা দখলে নিয়ে দ্বীতল ভবন নির্মাণ করে হোটেল ব্যবসা চালিয়েছেন। এলাকায় আওয়ামী লীগের প্রভাব খাঁটিয়ে বিভিন্ন সেক্টরে সারাবছর চাঁদাবাজি করায় তার বিরুদ্ধে মামলাও করেছে সংশ্লিষ্ট ভুক্তভোগীরা।

আল-আমিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘দীর্ঘ সময় চেষ্টার পর কুখ্যাত আল-আমিনকে গ্রেপ্তার করতে পেরেছি। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি হিসেবে আগামী সোমবার তাকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে অপরাধের শেষ নেই।‘

  • Related Posts

    তারেক রহমান ও জাইমার ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রোববার

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে…

    দেশের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার

    বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *