আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল

গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ৭ ফেব্রুয়ারি রাতে গুরুতর আহত হন শিক্ষার্থী আবুল কাশেম। আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানান, তার মাথায় বেশ কয়েকটি কোপের জখম ছিল। অস্ত্রোপচারেও হয়নি কোনো উন্নতি। পরে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মারা যান আবুল কাশেম।

ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে আবুল কাশেমের মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ তার জানাজায় অংশ নেয় বহু মানুষ। জানাজার আগে হত্যার বিচার দাবি করেন ছাত্রনেতারা।

জানাজা শেষে আবুল কাশেমের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্ররা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে ছাত্র নেতারা বলেন, আওয়ামী লীগের নাম মুছে না ফেলা পর্যন্ত বাংলার মাটি কলঙ্কমুক্ত হবে না।

পরে শাহবাগ থেকে গাজীপুরে নেয়া হয় আবুল কাশেমের মরদেহ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। বেলা সাড়ে ১১টার দিকে বোর্ডবাজার এলাকায় আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আবুল কাশেমকে।

এদিকে, আহত শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় বিভিন্ন স্থানে বিক্ষোভ-মিছিল বের হয়। হয়েছে গায়েবানা জানাজা ও খাটিয়া মিছিলও। বুধবার রাতে গাজীপুর জয়দেবপুর শিববাড়িতে বিক্ষোভ-মিছিল বের করা হয়। এ সময়, দ্রুত এ ঘটনার সুষ্ঠু বিচার এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন বিক্ষোভকারীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে খাটিয়া মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের প্যারিস রোড হয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে মিছিলটি শেষ হয়। পরে সেখানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

/এনকে

  • Related Posts

    জুলাই সনদ সই নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জুলাই সনদ সই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।’ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর শেষে…

    ঘরে ঢুকে যুবকের কপালে গুলি করল দুর্বৃত্তরা

    খুলনায় বাড়িতে ঢুকে সোহেল নামে এক যুবকের কপালে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর দুই নম্বর কাস্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সোহেলকে (২৮) খুলনা মেডিকেল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *