শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিলো ডিবি

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ডিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে আটক করে ডিবি। অন্যদিকে একই অভিযোগে রাত ১২টার দিকে সোহানা সাবাকেও আটক করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হলো।

/আরএইচ

  • Related Posts

    স্বর্ণের ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৮ টাকা

    দেশের বাজারে স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ২৪৮ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে স্বর্ণের…

    ৭ নভেম্বরের আলোয় নতুন বাংলাদেশের স্বপ্ন

    ইতিহাস কীভাবে রচিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাহিনি’ নাটকে এটির উত্তর খোঁজা যেতে পারে। দেবর্ষি নারদ বাল্মীকিকে রামের ওপর মহাকাব্য লিখতে বললেন। উত্তরে বাল্মীকি বললেন, তিনি রামের কীর্তিগান শুনেছেন, কিন্তু সকল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *