স্মার্টফোন থেকে তথ্য চুরি করছে পিডিএফ, কিউআর কোডবিষয়ক ৯০টির বেশি অ্যাপ

স্মার্টফোনে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পাসওয়ার্ড সংরক্ষণ করেন অনেকেই। কেউ আবার নিয়মিত অর্থও লেনদেন করেন। আর তাই ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের তথ্য চুরি করতে পিডিএফ, কিউআর কোড রিডার, ছবি ও স্বাস্থ্যবিষয়ক অ্যাপের মাধ্যমে ফোনে ‘অ্যানাতসা’ ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে একদল সাইবার অপরাধী। সংগ্রহ করা তথ্য কাজে লাগিয়ে গোপনে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অর্থও চুরি করছে তারা। এরই মধ্যে গুগল প্লে স্টোরে থাকা ৯০টিরও বেশি অ্যাপে অ্যানাতসা ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান জেডস্কেল।

জেডস্কেলের তথ্যমতে, অ্যানাতসা ম্যালওয়্যার মূলত ট্রোজান ঘরানার ম্যালওয়্যার। ক্ষতিকর এই ম্যালওয়্যারটি ফোনে প্রবেশ করলেও সহজে শনাক্ত করা যায় না। ফলে সাইবার হামলার আশঙ্কায় রয়েছেন অ্যাপগুলোর ব্যবহারকারীরা। ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো গুগল প্লে স্টোরে জায়গা করে নেওয়ায় এরই মধ্যে ৫৫ লাখেরও বেশি বার নামানো হয়েছে। অ্যানাতসা ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি বার নামানো হয়েছে ‘পিডিএফ রিডার অ্যান্ড ফাইল ম্যানেজার’ ও ‘কিউআর রিডার অ্যান্ড ফাইল ম্যানেজার’ অ্যাপ। দুটি অ্যাপই ৭০ হাজারেরও বেশি বার নামানো হয়েছে।

  • Related Posts

    নুরের ওপর হামলা ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র: এ্যানি

    ভিপি নুরুল হক নুরের ওপর হামলা আগামী ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের…

    প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে আজ সোমবার (২১ এপ্রিল) কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’- এ অংশগ্রহণ করবেন। কাতারের আমির শেখ তামিম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *