৩ উপদেষ্টাকে শাহবাগে ডাকলেন আন্দোলনকারীরা

তিন দফা দাবি আদায়ে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পর রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। চলমান সমস্যা সমাধানে তিন উপদেষ্টাকে সেখানে ডেকেছেন শিক্ষার্থীরা।

আজ ‍বুধবার বিকেলে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন-বুয়েট চ্যাপ্টার’ ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়। পোস্টে বলা হয়, ‘মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যার, মুহাম্মদ ফাওজুল কবির খান স্যার, রেজওয়ানা হাসান ম্যাম শাহবাগে আসুন। সমাধান করুন।’

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। জলকামান দিয়ে পানি ছোড়ে। শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার পর পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে তারা শাহবাগে জড়ো হন।

  • Related Posts

    ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ও গণভোটের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।তিনি বলেছেন,‘আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জুলাই চার্টার তৈরি হয়েছে, ভোটের…

    ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, সীমান্তে গুলির ঘটনায় প্রতিবাদ

    কক্সবাজারের টেকনাফেহোয়াইক্যং এলাকায় বাংলাদেশ সীমান্তে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনায় দেশটির রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে তাকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *