
তিন দফা দাবি আদায়ে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পর রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। চলমান সমস্যা সমাধানে তিন উপদেষ্টাকে সেখানে ডেকেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার বিকেলে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন-বুয়েট চ্যাপ্টার’ ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়। পোস্টে বলা হয়, ‘মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যার, মুহাম্মদ ফাওজুল কবির খান স্যার, রেজওয়ানা হাসান ম্যাম শাহবাগে আসুন। সমাধান করুন।’
এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। জলকামান দিয়ে পানি ছোড়ে। শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার পর পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে তারা শাহবাগে জড়ো হন।