১৭ বছরেই অধিনায়ক

সবাইকে চমকে দিয়েছে ক্রোয়েশিয়া। জ্যাক ভুকুসিচকে নিজেদের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে তারা। যার বয়স এখনও ১৮ পূরণ হয়নি!

অন্য অনেক দেশের মতো ক্রোয়েশিয়াতেও ভোটার হতে হলে বয়স অন্তত ১৮ হতে হয়। অর্থাৎ এখনও ভোটার হতে পারেননি জ্যাক। তার আগেই করে ফেলেছেন বিশ্বরেকর্ড। সাইপ্রাসের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে গতকাল ক্রোয়েশিয়ার অধিনায়কত্ব করেছেন তিনি। আর তাতেই হয়ে গেছে রেকর্ডটা। ম্যাচের দিন (৭ আগস্ট ২০২৫) জ্যাকের বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ভুকুসিচই এখন সবচেয়ে কম বয়সী অধিনায়ক। নেতৃত্বের অভিষেকটা অবশ্য সুখকর হয়নি জ্যাকের। এক দিনে তার নেতৃত্বে দুটি ম্যাচ খেলেছে ক্রোয়েশিয়া, দুটিতেই সাইপ্রাসের কাছে হেরেছে তার দল। আইসিসি সহযোগী সদস্য দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দেওয়ার পর থেকেই এ রকম হচ্ছে। কোথায় কে কোন রেকর্ড গড়ছেন আর কোন রেকর্ড ভেঙে দিচ্ছেন তার হিসাব রাখা মুশকিল। জ্যাকের আগে যেমন রেকর্ডটা ছিল ফ্রান্সের নোমান আমজাদের। ২০২২ সালের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৮ বছর ২৪ দিন বয়সে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

শুধু এ দুজনই নন, টি-টোয়েন্টি ও আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কম বয়সী চার অধিনায়কই সহযোগী সদস্য দেশের। ওয়ানডে ও টেস্টে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার রেকর্ড অবশ্য আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের। ১৯ বছর ১৬৫ দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অধিনায়কত্ব করেছিলেন রশিদ। টেস্টে তিনি আফগানিস্তানের অধিনায়কত্ব করেছিলেন ২০ বছর ৩৫০ দিন বয়সে, ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে।

  • Related Posts

    তাইজুল-মুশফিকের ইতিহাস গড়ার দিনে বড় জয় দেখছে বাংলাদেশ

    মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষের টেস্টে জয় এখন কেবল সময়ের অপেক্ষা। সেঞ্চুরি হাতছাড়া হলেও দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়েছেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। শততম টেস্টে ফিফটি করে আরেকটি মাইলফলক অর্জন করেছেন…

    এশিয়া কাপ আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ

    এশিয়া কাপে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’তে প্রথমে ব্যাট করতে নামা টাইগাররা নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। জবাবে ব্যাট…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *