হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকের ‎১০ দিনের রিমান্ড আবেদন

জুলাই আন্দোলনে গুলশানে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ বুধবার ঢাকার চীফ মেট্টোপলিটন মাজিস্ট্রেট আদালতে সিদ্দিকের উপস্থিতিতে রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।

‎এর আগে‎ ‎গত ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম এই রিমান্ড আবেদন করেন।

‎আবেদনে বলা হয়, এ আসামি অত্যন্ত সুকৌশলে শাহজাদপুরের সুবাস্তু নগরভ্যালির সামনে উপস্থিত থেকে অর্থেন যোগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে নিবৃত্ত করার জন্য এ ঘটনা ঘটায়। এজাহারনামীয় ২২৩নং আসামি হওয়ায় তার নেতৃত্বে এ মামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাপক জিজ্ঞাসাবাদ, এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা, ঘটনার অর্থের যোগানদাতা ও পরিকল্পনাকারীদের তথ্য সংগ্রহ ও তাদের গ্রেপ্তার, ওই ঘটনায় নেতৃত্বদানকারীদের তথ্য সংগ্রহ ও তাদের গ্রেপ্তার এবং ঘটনায় অস্ত্র উদ্ধারের এই পাঁচ কারণে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

‎‎গত ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে। মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করে রমনা মডেল থানা পুলিশ।

জুলাই আন্দোলনের সময় গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় পরদিন তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ৭ মে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২০ আগস্ট তাকে পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর এ রিমান্ড আবেদন করা হলো।

‎‎মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই গুলশান থানাধীন সুবাস্তু নগরভ্যালির সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎‎এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ ২ জুলাই গুলশান থানায় মামলা করেন।

  • Related Posts

    লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা, গণসংহতি আন্দোলনের নিন্দা

    লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আজ শনিবার…

    উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টার ঘটনায় নাহিদের হুঁশিয়ারি

    লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফজু আলমের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টার ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য না আসায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *