সিলেটের ডিসি হিসেবে দায়িত্ব নিয়ে যা বললেন সারওয়ার আলম

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম। ফাইল ছবি  

পাথর লুটপাট নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটে যোগ দিয়েছেন নতুন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম। আজ বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যোগ দিয়ে সিলেটের পরিবেশ ও পর্যটন রক্ষায় রাজনৈতিক নেতাসহ সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

আজ সকালে জেলা সার্কিট হাউসে বিদায়ী জেলা প্রশাসক শের মাহবুব মুরাদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন সারওয়ার আলম।

পরে দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, প্রকৃতির কন্যা হিসেবে সিলেটে পরিবেশকে ঠিক রেখে সব উন্নয়নকাজ পরিচালিত হবে। এ জন্য সিলেটের রাজনৈতিক নেতাদের ও শিক্ষিত সমাজের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি সিলেটের আইনশৃঙ্খলা, শিক্ষা, পর্যটন ও স্বাস্থ্যখাতেও গুরুত্বসহকারে কাজ করা হবে।

তবে পাথর লুটের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রথম দিন কথা বলেননি সারওয়ার আলম।

নতুন ডিসির দায়িত্বগ্রহণকালে সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মোহাম্মদ রেজাউল নবীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র ও আশপাশের এলাকায় নজিরবিহীন পাথর লুটের ঘটনা ঘটে। বিভিন্ন তদন্ত প্রতিবেদনে এই লুটপাটে স্থানীয় শীর্ষ রাজনীতিক ও প্রশাসনের কর্মকর্তাদের যোগসাজশ পাওয়া গেছে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় সিলেটের ডিসি শের মাহবুব মুরাদ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে।

বর্তমানে কঠোর অবস্থান নিয়ে পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে প্রশাসন। উদ্ধারকৃত পাথর করা হচ্ছে প্রতিস্থাপন।

এ ঘটনায় খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো লুটপাটে জড়িত দেড় থেকে ২ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

এ ছাড়া দুদকের একটি প্রতিবেদনে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতা ছাড়াও বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে গাফিলতির বিষয়টিও উঠে এসেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যার প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা।

  • Related Posts

    দাম বাড়ল সয়াবিন তেলের

    দাম বাড়ল সয়াবিন ও পাম তেলের। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ছয় টাকা বাড়ানো হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়া প্রতি লিটার সয়াবিন তেলের…

    সংসদে উচ্চকক্ষের প্রস্তাব বাদ দেওয়ার পরামর্শ সিপিডির

    উচ্চকক্ষ বিশিষ্ট সংসদের বিভিন্ন দুর্বলতার কথা তুলে ধরে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব বাদ দেওয়ার পরামর্শ দিয়েছি সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একইসঙ্গে বিদ্যমান এককক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থাকেই আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *