রাজধানীতে বিপিএল উত্তাপ

বিপিএলের উদ্বোধন হয়েছিল সিলেটে। চায়ের শহরে সফলভাবে শেষ হয়েছে ২২ গজের ময়দানি লড়াই। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এখন ঢাকায়। বিপিএল উত্তাপের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে রাজধানীতে। ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে আছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে। ঢাকা-পর্বের প্রথম দিনেই মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিপক্ষ সিলেট টাইটান্স।

বিপিএলের সিলেট পর্ব শেষে ভালো অবস্থানে আছে চট্টগ্রাম। চায়ের শহরে তারা ৭ ম্যাচের ৫টিতে জয় পেয়েছে। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মেহেদী হাসানের দল। জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া বন্দরনগরীর দলটি। সিলেট পর্বের শেষটাও দারুণ হয়েছে তাদের। শেষ দুই ম্যাচেই জয় পেয়েছে। নোয়াখালী ম্যাচ দিয়ে বিপিএলের ঢাকা পর্ব শুরু হবে চট্টগ্রামের। অধিনায়ক মেহেদীর আশা, তারা ছন্দ রাখতে পারবেন। নোয়াখালীও ঢাকা-পর্বে ভালো সূচনা পেতে চায়। হারের বৃত্তে বন্দি থাকা দলটি শেষ দিকে ঘুরে দাঁড়িয়েছে। টেবিলের তলানিতে থাকা নোয়াখালী ৮ ম্যাচ খেলে জয় পেয়েছে দুটি। প্রতিপক্ষ চট্টগ্রামকে সমীহ করলেও তারা ঢাকা পর্বে ভালো করার ব্যাপারে আশাবাদী। দলটির পাকিস্তানি খেলোয়াড় ইহসানউল্লাহ বলেছেন, ‘আমরা পরপর দুটি ম্যাচ জিতেছি। আরও দুটি ম্যাচ আছে। যদি রানরেট ভালো থাকে আমরা কোয়ালিফাই করব।’

এবারের বিপিএলে দারুণ ছন্দে আছে রাজশাহী। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা সিলেট পর্ব শেষ করেছে। ৮ ম্যাচের ছয়টিতে জয় পাওয়া রাজশাহীর পয়েন্ট ১২। আজ তারা টেবিলের তৃতীয় দল সিলেটের মুখোমুখি হবে। সিলেট পর্বে চায়ের শহরের দলটি ৯টি ম্যাচ খেলেছে। তাদের জয় ৫টি। দুই দলের লক্ষ্যই অভিন্ন। জয়কে পাখির চোখ করেই আজ মাঠে নামবে রাজশাহী ও সিলেট।

বিপিএলের সিলেট পর্ব শেষে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে আছেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ দলে জায়গা পাননি এ টপঅর্ডার ব্যাটার। তবে বিপিএলে দারুণ সময় কাটছে তার। রাজশাহীর হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে এক সেঞ্চুরিতে ২৯২ রান করেছেন শান্ত। সর্বোচ্চ ১০১*। তালিকার দ্বিতীয় স্থানে সিলেটের পারভেজ ইমন। তিনি ৯ ম্যাচে ৪১.১৪ গড়ে ২৮৮ রান করেছেন। সর্বোচ্চ ৬৫*। তৃতীয় অবস্থানটা অবশ্য বিদেশির দখলে। চট্টগ্রামের রসিংটন ৬ ম্যাচে ২৫৮ রান করেছেন। এরপর রাজশাহীর তাওহিদ হৃদয়। তিনি ৮ ম্যাচে ২৯.৫৭ গড়ে ২০৭ রান করেছেন। সর্বোচ্চ ৯৭*। পঞ্চম অবস্থানে থাকা রাজশাহীর ডেভিড মালান ৬ ম্যাচে ২০৩ রান করেছেন। বোলারদের তালিকায় সবার উপরে নোয়াখালীর হাসান মাহমুদ। ৮ ম্যাচে ৬.০৭ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন এ পেসার। সেরা ৪/২৬। শীর্ষ পাঁচের সবাই দেশি। দ্বিতীয় স্থানে শরিফুল ইসলাম। চট্টগ্রামের পেসার ৭ ম্যাচে ৬.৯২ ইকোনমিতে ১৩ উইকেট নিয়েছেন। সেরা ৩/১৮। এরপরেই আছেন মোস্তাফিজুর রহমান। রংপুরের বাঁহাতি এ পেসার ৮ ম্যাচে ৭.০৬ ইকোনমিতে ১৩ উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং ফিগার ৩/১৮। চতুর্থ স্থানে রাজশাহীর রিপন মন্ডল। তিনি ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন। সেরা ৪/১৩। এর পরেই আছেন সিলেটের নাসুম আহমেদ। ৯ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন এ স্পিনার। সেরা ৫/৭।

এদিকে ঢাকা পর্বে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বিপিএল ম্যাচ। মিরপুরে হতে যাওয়া লিগ পর্বের বাকি ম্যাচ, প্লেঅফ পর্ব ও ফাইনালের জন্য টিকিটের মূল্য ঘোষণা করেছে বিসিবি। সব টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। গত ১২ জানুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পাওয়া যাবে িি.িমড়নপনঃরপশবঃ.পড়স.নফ লিংকে। ১৯ জানুয়ারি হবে এলিমেনটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি ফাইনাল। সর্বনিম্ন ২০০ টাকা দাম পূর্ব গ্যালারির টিকিটের। উত্তর গ্যালারি ও আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। ক্লাব হাউস গ্যালারির টিকিটের দাম ৫০০ টাকা ও ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ৮০০ টাকা। সর্বোচ্চ ২ হাজার টাকা গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম। এ ছাড়া ১ হাজার টাকায় ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ ও ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থে খেলা দেখা যাবে।

  • Related Posts

    বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত

    বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বিপিএল বয়কট করেছেন ক্রিকেটাররা। এ কারণে আজ বৃহস্পতিবার মাঠে গড়ায়নি টুর্নামেন্টের ম্যাচ। ক্রিকেটাররা মাঠে না ফেরায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে…

    হোপ-চেজকে ছাড়াই উইন্ডিজের টি-টোয়েন্টি দল ঘোষণা

    আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত হবে সিরিজটি। এই দলে প্রথমবারের মতো আন্তর্জাতিক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *