
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সদস্যের একটি প্রতিনিধিদল।
আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
এনসিপির নিবন্ধন ও প্রবাসীদের ভোটের বিষয়ে খোঁজ নিতে দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসাসহ তিনজন নির্বাচন কমিশনে যান।
সাক্ষাৎ শেষে এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা সংবাদিকদের বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেই আবেদন করেছে। সেটি এখন প্রক্রিয়াধীন রয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলাম প্রক্রিয়াটি কোন পর্যায়ে রয়েছে?’
তিনি আরও বলেন, ‘যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগেই সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের একটি ধারাবাহিক ডায়লগের আয়োজন করতে হবে। সে ডায়লগের অংশ হিসেবে তারা সব রাজনৈতিক দলের সঙ্গে বসবেন। বিশেষ করে যারা নতুনভাবে নিবন্ধিত হবেন তাদেরসহ।’
প্রবাসীদের ভোটগ্রহণের বিষয়ে জহিরুল ইসলাম মুসা বলেন, ‘এনসিপি শুরু থেকেই প্রবাসী ভোটিংয়ের দাবি জানিয়ে এসেছে। সে ব্যাপারেও আপডেট জানতে চেয়েছি। আমাদের জানানো হয়েছে যে, ইতোমধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে।’