বোলারদের দাপট ও তানজিদ ঝড়ে ঢাকাকে উড়িয়ে প্লে-অফে রাজশাহী

আব্দুল গাফফার সাকলায়েনের আগুনঝরা বোলিং, রিপন মন্ডলের হ্যাটট্রিক আর ব্যাট হাতে তানজিদ হাসানের দুর্দান্ত প্রত্যাবর্তনে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করল রাজশাহী ওয়ারিয়র্স।

সিলেট পর্বের শেষ ম্যাচে সোমবার ঢাকার বিপক্ষে আগে বোলিং করে প্রতিপক্ষকে মাত্র ১৩১ রানে আটকে রাখে রাজশাহী। পরে ২৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নাজমুল হোসেন শান্তর দল।

এই জয়ে চলতি বিপিএলে ৮ ম্যাচে রাজশাহীর জয় হলো ৬টি। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে তারা। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম রয়্যালস এবং সমান পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে সিলেট টাইটান্স—এই দুই দলেরও প্লে-অফ নিশ্চিত।

বল হাতে রাজশাহীর হয়ে উজ্জ্বল ছিলেন সাকলায়েন। নিজের চতুর্থ ম্যাচে মাত্র ২৪ রান দিয়ে নেন ৪ উইকেট। ইনিংসের শেষ ওভারে টানা তিন বলে তিন উইকেট তুলে নিয়ে বিপিএলে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন রিপন মন্ডল। আর অভিষেক ম্যাচে অফ স্পিনে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন এমডি রুবেল।

ব্যাট হাতে শুরুটা ভালো করেছিল ঢাকা। উসমান খানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বিনা উইকেটে ৫৪ রান তোলে তারা পাওয়ার প্লেতে। তবে সাকলায়েন উসমানকে ফিরিয়ে ম্যাচে মোড় ঘুরিয়ে দেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় ঢাকা। নাসির হোসেনের ২৪ রানই ছিল দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। শেষ পর্যন্ত ১৩১ রানেই থামে তাদের ইনিংস।

লক্ষ্য তাড়ায় আগের সাত ম্যাচে ব্যর্থ থাকা তানজিদ হাসান এদিন দুর্দান্ত ছন্দে ফেরেন। ৫ ছক্কা ও ৭ চারে সাজানো ৪৩ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এই ইনিংসেই জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।

ওয়াসিমের সঙ্গে ৩৮ রানের উদ্বোধনী জুটির পর শান্ত দ্রুত ফিরলেও মুশফিকুর রহিমের সঙ্গে দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয় নিশ্চিত করেন তানজিদ। পরে জেমস নিশাম ও মুশফিক বাকি কাজটা সারেন।

এই জয়ের মধ্য দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই প্লে-অফে পা রাখল রাজশাহী ওয়ারিয়র্স।

  • Related Posts

    বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান আইসিসির, অনড় বিসিবি

    টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের অনুরোধ জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও স্পষ্ট করেছে, নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশের ম্যাচগুলো…

    তাইজুল-মুশফিকের ইতিহাস গড়ার দিনে বড় জয় দেখছে বাংলাদেশ

    মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষের টেস্টে জয় এখন কেবল সময়ের অপেক্ষা। সেঞ্চুরি হাতছাড়া হলেও দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়েছেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। শততম টেস্টে ফিফটি করে আরেকটি মাইলফলক অর্জন করেছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *