 
									যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দীর্ঘ চার মাস পর ফের ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। ১৫টি ট্রাকে দুই চালানে ৫২৫ মেট্রিক টন মোটা চাল বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করেছে।
আজ সোমবার দুপরে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন ও গতকাল রবিবার রাত ৮টা পর্যন্ত ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন চাল বন্দরে প্রবেশ করে।
আমদানিকারকরা জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। আমদানি ফলে দেশের বাজারে চালের দাম কমবে।
আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, ‘গত বৃহস্প্রতিবার থেকে রবিবার পর্যন্ত দুই চালানে ১৫টি ট্রাকে ৫২৫ মেট্রিক টন মোটা চাল আমদানি করেছি। চালের এই চালান বন্দরে প্রবেশ করেছে। চাল ছাড় করণের জন্য আমদানিকারকের পক্ষে বেনাপোল কাস্টমস হাউসে প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করেছে সিএন্ডএফ এজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টার প্রাইজ। আরও চালবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।’
সিঅ্যান্ডএফ অ্যাজেন্টের প্রতিনিধি বাবলুর রহমান বলেন, আজ কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে চালগুলোর খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে।
বেনাপোল বন্দরের আমদান-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, চার মাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।
পরিচালক শামীম হোসেন বলেন, আমদানি করা চালের চালান দ্রুত খালাস ছাড় দিতে বন্দরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বেনাপোল বন্দর দিয়ে চলতি বছরের ১৫ এপ্রিল সবশেষ চাল আমদানি হয়েছিল।







