বরিশালের চালের বাজারে মূল্যতালিকার সঙ্গে দামের কোন মিল নেই

বরিশাল প্রতিনিধি কাজি সোহান

বরিশালের চালের আড়তে অভিযান চালিয়েছে নগরীর চালপট্টি আড়তে অভিযান চালানো হয়। অভিযানে কাউকে জরিমানা না করা হলেও ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।

বরিশালের বাজারে ২৫ কেজির মিনিকেট চাল বস্তা ৯৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮৪০-১৭০০টাকায়, বুলেট চাল বস্তায় ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২৬০-১৪০০ টাকায়, এ ছাড়া আটাশ বালাম ১৪৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বরিশাল ভোক্তা অধিকার বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, জানিয়েছে বজারে চালের দাম বৃদ্ধির খবরে অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে কিছু কিছু ত্রুটি ধরা পড়েছে। যেমন বিক্রির জন্য প্রদর্শিত মূল্য তালিকার সঙ্গে ভাউচারের মিল নেই। প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। এসব ব্যবসায়ীদের নিয়ে বৃহস্পতিবার সভা করা হবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে

  • Related Posts

    জুলাই সনদ সই নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জুলাই সনদ সই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।’ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর শেষে…

    জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ৭ দফা অঙ্গীকার

    বহুল আলোচিত ‘ঐতিহাসিক জুলাই সনদে’ স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এতে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো সাত দফা অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর)…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *